thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

‘তফসিল পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি সরকার’

২০১৩ ডিসেম্বর ১০ ১৪:৪৬:৫৩
‘তফসিল পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি সরকার’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঘোষিত তফসিল থেকে সরে আসার কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সঠিক সময়ে নির্বাচন হবে, নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। সরকারি দল নির্বাচনী কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে।’

রাজধানীর সেতুভবনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পদ্মা বহুমুখী সেতুর জাজিরা পয়েন্টের সার্ভিস-২-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সৃষ্ট সঙ্কট নিরসনে ঢাকায় সফরত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সমঝোতার উদ্যোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারানকোর বৈঠক একটি ইতিবাচক ফল নিয়ে আসবে। জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত এসে অবিরাম বৈঠক করে চলেছেন। আশা করি একটি ভালো ফল পাওয়া যাবে। আমরাও ইতিবাচক কিছুর প্রত্যাশায় রয়েছি।’

এরশাদ ও জাতীয় পার্টিকে নিয়ে টানাহেচড়া করা দেশের জন্য হাস্যকর মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘এরশাদ এবং তার দল নির্বাচনে অংশ নেবে কিনা এটা তাদের ব্যাপার। তাকে নিয়ে টানাহেচড়া করার কিছুই নেই।’

এর আগে যোগাযোগমন্ত্রীর উপস্থিতিতে পদ্মা বহুমুখী সেতুর জাজিরা পয়েন্টের সার্ভিস ২-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর করেন পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম এবং ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের পক্ষে এর কনসালট্যান্ট ডিরেক্টর আবিদ হাবিব।

স্বাক্ষরিত প্রকল্পটির ব্যয় ধরা হয় ২০৯ কোটি ৭১ লাখ ১৯ হাজার টাকা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রণালয় এবং সেতু ভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এইচআর/শাহ/এসবি/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর