thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

চট্টগ্রামে ২০ গাড়িতে আগুন

২০১৩ ডিসেম্বর ১১ ০৬:৩০:০৭
চট্টগ্রামে ২০ গাড়িতে আগুন

চট্টগ্রাম সংবাদদাতা : নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় চারটি গাড়িসহ নগরীর বিভিন্ন এলাকায় মোট ২০টি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।

কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে মঙ্গলবার রাত ৮টার পর থেকে এসব সহিংস ঘটনা ঘটায় তারা।

রাত ৮টার দিকে সাতকানিয়া ও লোহাগাড়ায় ১৫-১৬টি গাড়িতে আগুন দেয় শিবিরকর্মীরা।

নগর পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার জানান, রাত সাড়ে ১০টায় মুরাদপুর এলাকায় একটি মিনিবাস, একটি টেম্পু ও একটি রাইডারসহ চারটি গাড়িতে আগুন দেয় তারা। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর

সদস্যরা উপস্থিত হওয়ার আগেই তারা পালিয়ে যায়।

এছাড়া সাতকানিয় ও লোহাগাড়ায় আরো ১৬টি গাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করেন তিনি।

(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/ডিসেম্বর ১১, ২০১৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর