thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

শাহবাগে অগ্নিদগ্ধ মাসুমার মৃত্যু

২০১৩ ডিসেম্বর ১১ ১৩:০০:৪৪
শাহবাগে অগ্নিদগ্ধ মাসুমার মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : শাহবাগে পেট্রোল বোমায় বাসে আগুনের ঘটনায় এবার মৃত্যু হলো মাসুমা আক্তারের (২৭)। ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন ব্যাংক কর্মকর্তা মাসুমা।

গত ২৮ নভেম্বর শাহবাগে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হন মাসুমা। তিনি শ্যামবাজার শাখার রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার ছিলেন।

অগ্নিদগ্ধ মাসুমাকে প্রথমে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে, পরে উন্নত চিকিৎসার জন্য এলিফ্যান্ট রোড জেনারেল অ্যান্ড বার্ন হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাসুমার ভাই রায়হান জানান, তার বোনের শরীরের ১৭ ভাগ পুড়ে গেছিল। বুধবার সকাল ১১টায় হাসপাতালে তার মৃত্যু হয়।

শাহবাগে বাসে আগুনের ঘটনায় এ পর্যন্ত চার জনের মৃত্যু হলো। এর আগে বার্ন ইউনিটে ঢাকা কলেজের ছাত্র অহিদুর রহমান বাবু, নাহিদ ও রবিন মারা যান।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/শাহ/এমডি/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর