thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

সুনামগঞ্জ সীমান্তজুড়ে বিজিবির সতর্কাবস্থা

২০১৩ ডিসেম্বর ১১ ১৩:৫৫:১৮
সুনামগঞ্জ সীমান্তজুড়ে বিজিবির সতর্কাবস্থা

সুনামগঞ্জ সংবাদদাতা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রক্রিয়াকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশঙ্কায় সুনামগঞ্জ জেলার ৭২ কিলোমিটার সীমান্তজুড়ে বুধবার সকাল থেকেই কড়া সতর্কাবস্থায় রয়েছে বাংলাদেশ বডার গার্ড (বিজিবি)।

সুনামগঞ্জ-৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে. কর্নেল মোহাম্মদ আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শহরে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় বিজিবির পাশাপাশি দুই প্লাটুন পুলিশ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা শহরজুড়ে দায়িত্বে রয়েছেন।

(দ্য রিপোর্ট/আরএআর/শাহ/এসবি/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর