thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

শৈলকূপায় ঝড়ে ক্ষতিগ্রস্ত কলা আবাদ

২০১৩ অক্টোবর ২৪ ১৬:৩৭:১১ ০০০০ 00 ০০ ০০:০০:০০
শৈলকূপায় ঝড়ে  ক্ষতিগ্রস্ত কলা আবাদ
দিরিপোর্ট২৪ ঝিনাইদহ সংবাদদাতা : শৈলকূপায় প্রচণ্ড ঝড়ে ৩ শতাধিক কৃষকের প্রায় একশ একর জমির কলাক্ষেত লণ্ডভণ্ড হয়েছে। ঝড়ে ফলন্ত কলা গাছগুলো ভেঙে পড়েছে। দুধসর, চাঁদপুর, বেড়বাড়ী, চণ্ডীপুর, আনিপুর, বড়দাহ গ্রামের মাঠের কলাক্ষেত বুধবার রাতে ঝড়ের কবলে পড়ে এই ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত এলাকাতে গিয়ে দেখা যায়, সেখানে মাঠের পর মাঠ জুড়ে শুধু কলা গাছ। ভালো দাম পাওয়ায় জেলার কৃষকরা এবার বেশি কলা আবাদ করেছে। তবে হঠাৎ করে এই ঝড়ে ৩ শতাধিক কৃষক-পরিবার নিঃস্ব হয়ে গেছে।

শৈলকূপা উপজেলা কৃষি কর্মকর্তা দিরিপোর্ট২৪কে জানান, কি পরিমাণ জমিতে কলাক্ষেত ভেঙে পড়েছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি । তবে মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত গাছ ও জমির হিসাব শুরু হয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসক, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

শৈলকূপা উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার জানান, ১৭০টি কৃষক-পরিবার ক্ষতির বিবরণ তুলে ধরে সাহায্যের আবেদন করেছে। তাদেরকে যতদূর সম্ভব সহায়তা করা হবে।

(দিরিপোর্ট২৪/আইজেকে/ এমডি/অক্টোবর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর