thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বুদ্ধিজীবী দিবসে জাবির শ্রদ্ধাজ্ঞাপন

২০১৩ ডিসেম্বর ১৪ ১৩:৩৬:০৫
বুদ্ধিজীবী দিবসে জাবির শ্রদ্ধাজ্ঞাপন

জাবি প্রতিবেদক : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

শনিবার সকাল সাড়ে ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্প অর্পণ ও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। পুষ্প অর্পণ শেষে জাবি উপাচার্য বক্তব্য দেন।

উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘এ দিনে পাকিস্তানি দোসর গোলাম আযম, কাদের মোল্লারা তাদের দলবল নিয়ে বাংলাকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।’

তিনি বলেন, ‘যুদ্ধপরাধের দায়ে কুখ্যাত রাজাকার কসাই কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়েছে। জাতি দায়মুক্ত হয়েছে।’ এ সময় যুদ্ধাপরাধের দায়ে সকল সাজাপ্রাপ্তদের সাজা দ্রুত কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

(দ্য রিপোর্ট/এএস/শাহ/এসবি/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর