thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

‘নির্বাচন নাটক বন্ধে সংলাপ চালিয়ে যাচ্ছে বিএনপি’

২০১৩ ডিসেম্বর ১৪ ১৯:০৭:২৫
‘নির্বাচন নাটক বন্ধে সংলাপ চালিয়ে যাচ্ছে বিএনপি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘নিবার্চন নাটক বন্ধ করার জন্যই সংলাপ চালিয়ে যাচ্ছে বিএনপি।’

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচন একটা খেলা নাকি- এমন প্রশ্ন রেখে নজরুল ইসলাম বলেন, ‘জনগণের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। প্রহসনের নির্বাচনে গণতন্ত্র নস্যাৎ হচ্ছে।’

এ সময় তিনি বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪২ জন নির্বাচিত হয়ে গেছে। এ যেন বিজয়ের মহোৎসব।’

সরকারের উদ্দেশে নজরুল ইসলাম বলেন, ‘এখনও সময় আছে, নির্বাচন, গণতন্ত্র এবং দেশ ও দেশের মানুষকে নিয়ে খেলা বন্ধ করুন। বন্ধ করুন চলমান এ নির্বাচনী নাটক। সবার অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় সম্মত হয়ে জনমতের প্রতি শ্রদ্ধা জানান। হয়তো জনগণ আপনাদের ক্ষমা করবে।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের বদলে দেশে এখন চলছে স্বৈরতন্ত্র। আর এ স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় কেবল এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিয়ে নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনের নামে এক প্রহসনের নাটক মঞ্চস্থ করছে।’

জনগণ, বিরোধী রাজনৈতিক দল, বিশিষ্ট নাগরিকবৃন্দ, সুশীল সমাজ কারোর মতামতকেই আমলে নিচ্ছে না সরকার ও নির্বাচন কমিশন এমন অভিযোগ করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের তাগিদ নির্বাচন কমিশন অনুভব করেনি বলেই একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা করে জনমতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।’

রাজনৈতিক সমঝোতার আগেই তফসিল ঘোষণার কারণে সারাদেশে প্রতিরোধ এবং প্রতিবাদের আগুন জ্বলছে। এজন্য বর্তমান সরকার এবং সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনই একশো ভাগ দায়ী বলেও মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘ইলেক্ট্রনিক মিডিয়ায় দেখানো হচ্ছে, ইতোমধ্যেই ১৪২ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সরকারি জোটের প্রায় সব নেতাই বিজয়ী হয়ে গেছেন। জনগণকে বিভ্রান্ত করার জন্য মহাজোট থেকে গড়িয়ে যাদের বিরোধীদল বানানোর চেষ্টা হয়েছিল, সেই জাতীয় পার্টি প্রকাশ্য ঘোষণা দিয়ে নির্বাচন বর্জণের পরও তাদের কোনো কোনো নেতা বিজয়ী হয়ে গেছেন। যারা ইতোপূর্বে জামানত হারিয়েছেন তারাও বিজয়ী হয়েছেন। এ যেন বিজয়ের মহোৎসব।’

এ দেশের জনগণ কখনও এমন অবিশ্বাস্য ঘটনা দেখেনি অভিযোগ করে তিনি বলেন, ‘বিশ্বের এমন ঘটনা বিরল। দেশের প্রধান রাজনৈতিক দলসমূহ নির্বাচনী প্রহসন বর্জন করার ফলে প্রকৃত পক্ষে নির্বাচনের নামে যা হচ্ছে, তা আর যাই হোক নির্বাচন নয়। এখনও যারা বিজয়ী হননি তাদেরও দুঃশ্চিন্তার কিছু নেই। সবারই বিজয় সুনিশ্চিত। কারণ ক্ষমতাসীন আওয়ামী লীগ শুধু তার দলের এবং জোটের জন্য আসন বরাদ্দ করেনি, তথাকথিত বিরোধী দল জাতীয় পার্টির জন্যও সিট বরাদ্দ করে দিয়েছে। বিশ্বের কোথাও সরকারি দল সম্ভাব্য বিরোধী দলের জন্য আসন বরাদ্দ করে বলে আমাদের জানা নেই। এমন হাস্যকর ঘটনা গণতন্ত্র এবং নির্বাচনের জন্য শুধু মর্মান্তিক নয়, আত্মবিধ্বংসী। ক্ষমতাসীন সরকারের জন্যও অনিবার্যভাবে এটা আত্মবিধ্বংসী হতে বাধ্য।’

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের গণদাবিতে ১৮ দলীয় জোটের আন্দোলনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্য নিয়ে আওয়ামী সরকারের পদলেহী উচ্ছিষ্টভোগী তথাকথিত কিছু বুদ্ধিজীবী এবং ফরমায়েসী লেখক জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াতে যে অপচেষ্টা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি গণদাবির প্রতি শ্রদ্ধাশীল থেকে এ ধরণের অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। কারণ কালো মেঘ দিয়ে সূর্যের আলোকে যেমন রাতে রূপান্তরিত করা যায় না ঠিক তেমনি সত্যকে মিথ্যা দিয়ে ঢাকবার চেষ্টাও অনিবার্যভাবেই ব্যর্থতায় পর্যবসিত হয়। যত দ্রুত তারা এ সত্য মানবেন, ততই তাদের এবং দেশ ও দশের জন্য মঙ্গল।’

তিনি বলেন, ‘দক্ষ ও সুশিক্ষিত র‌্যাব বাহিনীকে গত পাঁচ বছরে বর্তমান ফ্যাসিস্ট সরকার নগ্নভাবে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা, গুম, অপহরণ ও নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাদের স্বাধীনতোত্তর আওয়ামী সরকারের রক্ষী বাহিনীর মতো কলঙ্কিত ও ভীতিকর বাহিনীতে রূপান্তরিত করার মাধ্যমে র‌্যাবের সুনাম ও মর্যাদাকে দেশ এবং বিদেশে প্রশ্নবিদ্ধ করেছে। দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো র‌্যাবের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে।’

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এনডিএস/ডিসেম্বর ১৪,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর