thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

মার্কিন গোয়েন্দাগিরির বিরুদ্ধে ইউরোপীয় নেতারা একজোট

২০১৩ অক্টোবর ২৫ ১১:৫৬:৩২ ০০০০ 00 ০০ ০০:০০:০০
মার্কিন গোয়েন্দাগিরির বিরুদ্ধে ইউরোপীয় নেতারা একজোট
দিরিপোর্ট২৪ ডেস্ক : মার্কিন গোয়েন্দাগিরির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের সকল নেতা। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের এক সম্মেলনে ফ্রান্স ও জার্মানি এ বিষয়টি উত্থাপন করলে সকলেই যুক্তরাষ্ট্রের এ কার্যক্রমের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করেন। খবর আলজাজিরা ও বিবিসির।

এর আগে দু’দিনব্যাপী এ সম্মেলনে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্র প্রধানরা তাদের ফোনে আড়িপাতার বিষয়টি তুলে ধরেন। বৃহস্পতিবার এ নিয়ে ব্যাপক আলোচনার পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নেতারা মার্কিনিদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। তারা এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায়।

এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হারমান ভ্যান রমপাই জানান, ইউরোপীয় নেতারা ফ্রান্স ও জার্মানিকে মার্কিনিদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলাপ করার জন্য বলেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, ‘যা ঘটেছে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের পরিবর্তন হবে না। তবে বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে।’

মার্কিন-জার্মানি সম্পর্ক নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলো মার্কেল বলেন, ‘এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে, ভবিষ্যতে কিছু পরিবর্তন হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করব এ বছরের শেষেই সংস্থাগুলোর (গোয়েন্দা) মধ্যে সহযোগিতার ভিত্তিতে বোঝাপড়া সম্পন্ন করতে। সহযোগিতার মাধ্যমে জার্মানি-যুক্তরাষ্ট্র ও ফ্রান্স-যুক্তরাষ্ট্র সম্পর্ক একই ফ্রেমে আনা হবে।’

সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ’র (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি) বিরুদ্ধে ফ্রান্স, জার্মানি ও মেক্সিকোর রাষ্ট্রপ্রধানসহ অসংখ্য ফোন রেকর্ডিংয়ে আড়িপাতার অভিযোগ উঠে। তবে যুক্তরাষ্ট্র বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে।

(দিরিপোর্ট২৪/এসকে/জেএম/অক্টোবর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর