thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৮ মহররম 1447

অবরোধে স্বাভাবিক মতিঝিল

২০১৩ ডিসেম্বর ১৭ ১২:৫৬:১২
অবরোধে স্বাভাবিক মতিঝিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথমদিন রবিবার মতিঝিলসহ আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে মতিঝিল এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সকাল সাড়ে ৯টায় মতিঝিলের শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, ইত্তেফাক মোড় ও আরামবাগ এলাকায় অন্যদিনের মতোই যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। এ সব এলাকায় পুলিশ ও র‌্যাব সদস্যদের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে মতিঝিলে দায়িত্বরত সংশ্লিষ্ট থানার ভ্রাম্যমাণ পরিদর্শক (পেট্রোল ইন্সপেক্টর) শেখ আবুল বাশার দ্য রিপোর্টকে বলেন, ‘সকাল থেকে মতিঝিল এলাকায় কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকেই যান চলাচলও অন্যদিনের মতোই স্বাভাবিক রয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে।’

মতিঝিল এলাকায় সকাল থেকেই যাত্রীবাহী বাস, মিনিবাস, হিউম্যান হলার ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। অবরোধ কর্মসূচি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোর থেকেই পুলিশ ও র‌্যাবের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সাদা পোশাক পরিহিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আছেন।

(দ্য রিপোর্ট/এনটি/শাহ/এমসি/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর