thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ভাইসহ মওদুদের বিরুদ্ধে দুদকের মামলা

২০১৩ ডিসেম্বর ১৭ ১৪:৩৯:২৭
ভাইসহ মওদুদের বিরুদ্ধে দুদকের মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ৩০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি আত্মসাতের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহম্মদ ও তার ভাই মনজুর আহম্মদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর গুলশান থানায় মঙ্গলবার বিকেলে দুদকের উপ-পরিচালক হারুনূর রশীদ বাদী হয়ে মামলাটি (মামলা নং-১৮) দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ইনজে মারিয়া ফ্ল্যাজ ও তার স্বামী মো. এহসান পাকিস্তানী নাগরিক বিবেচিত হওয়ায় এবং স্বাধীনতার পূর্বে এদেশ ছেড়ে চলে যাওয়ায় গুলশানের অন্যান্য প্লটের ন্যায় এন. ডাব্লিউ (এইচ), হোল্ডিং নং-১৫৬ বাড়িটি পরিত্যাক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়। যা পরবর্তীতে ১৯৭৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে সাবেক মন্ত্রী মওদুদ আহম্মদ ক্ষমতাসীন দলের প্রভাবশালী এমপি-মন্ত্রী ও উচ্চপর্যায়ে সরকারি দায়িত্ব পালন অবস্থায় নিজে এবং যুক্তরাজ্যের স্থায়ী নাগরিক তার (মওদুদ) সহোদর মনজুর আহম্মদের নামে ভুয়া কাগজপত্র তৈরি করে ওই সম্পত্তি ভোগদখলের মাধ্যমে আত্মসাত করেন।

গুলশান আবাসিক এলাকায় অবস্থিত সরকারি এক বিঘা ১৩ কাঠা ১৪ ছটাক জমি আত্মসাতের অভিযোগে ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে বাড়িটির আনুমানিক মূল্য ৩০০ কোটি টাকার অধিক বলে উল্লেখ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমএআর/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর