thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, পুলিশের গুলি

২০১৩ ডিসেম্বর ১৭ ২০:১৮:১৭
রাজধানীতে ককটেল বিস্ফোরণ, পুলিশের গুলি

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পল্টন, বাড্ডা ও প্রেস ক্লাব এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর করেছে অবরোধকারীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৫/৭ রাউন্ড গুলিবর্ষণ করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) এমএ জলিল দ্য রিপোর্টকে জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রেস ক্লাবের সামনে অবরোধকারীরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এর আধা ঘণ্টা পর পল্টন মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ সময় যানবাহন ভাঙচুর করা হয়েছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের মধ্যে পল্টন মোড়ে যানজট ছিল। এ সময় অবরোধকারীরা গলির ভেতর থেকে এসেই যানবাহন ভাঙচুর করে। এ সময় পুলিশ ৫/৭ রাউন্ড গুলিবর্ষণ করে।

(দ্য রিপোর্ট/এনইউডি/এমএইচও/এসবি/নূরু/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর