thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

সীতাকুন্ডে সড়ক অবরোধ, গাড়িতে আগুন ও ভাঙচুর

২০১৩ ডিসেম্বর ১৮ ০১:৩৪:৫০
সীতাকুন্ডে সড়ক অবরোধ, গাড়িতে আগুন ও ভাঙচুর

চট্টগ্রাম সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার রাতে অবরোধ করে বেশ কিছু গাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে ১৮ দলের নেতাকর্মীরা।

সীতাকুন্ড থানার ওসি বদিউজ্জামান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের ফকিরাহাট এলাকায় রাত ১১টার দিকে অবরোধকারীরা ৪ গাড়িতে আগুন দেয়। এসময় তারা ১৫-২০টি গাড়ি ভাঙচুর করে।

তিনি জানান, রাত ১০টার পর থেকে চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী এবং গার্মেন্টসের পণ্যভর্তি ট্রাক, কাভার্ডভ্যান চলাচল শুরু করে। খবর পেয়ে সীতাকুন্ডের বিভিন্ন এলাকায় ১৮ দলের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর শুরু করে এবং ফকিরহাট এলাকায় ৪টি ট্রাক ও কার্ভাডভানে আগুন দেয়। এদিকে বিভিন্ন এলাকায় সড়কে গাছ ফেলে অবরোধ তৈরী করে অন্তত ১০ থেকে ১৫টি বিভিন্ন গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে র‌্যাব পুলিশ বিজিবির ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা ও পিকেটাররা ককটেল বিস্ফোরণ ঘটায়।

বার আউলিয়া থানার ওসি জাকির হোসেন জানান, মহাসড়কে রাতে যানবাহন চলাচল শুরু হলে বিভিন্ন এলাকায় অবরোধকারীরা ৪টি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে। অন্য গাড়িগুলো আমরা নিরাপদে সীতাকুন্ড এলাকা পার করে দিয়েছি।

(দ্য রিপোর্ট/কেএইচএস/জেএম/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর