thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ঐশ্বরিয়ার আত্মহত্যা

২০১৩ অক্টোবর ২৫ ১৮:২১:৪৯ ০০০০ 00 ০০ ০০:০০:০০
ঐশ্বরিয়ার আত্মহত্যা
দিরিপোর্ট২৪ ডেস্ক : ফেসবুক ব্যবহার করতে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করলেন ঐশ্বরিয়া। ভারতের মহারাষ্ট্রে বুধবার রাতে নিজ ঘরে আত্মহত্যা করে ১৭ বছর বয়সী কিশোরী ঐশ্বরিয়া এস দাহিওয়াল। খবর টাইমস অব ইন্ডিয়ার।

নিজের কম্পিউটারে বুধবার রাতে অতিরিক্ত ফেসবুক ব্যবহার করতে নিষেধ করে ঐশ্বরিয়ার বাবা-মা। এ ঘটনার পর নিজ ঘরে ঢুকে ফাঁস দিয়ে আত্মহত্যা করে ঐ কিশোরী।

আত্মহত্যা করার আগে ঐশ্বরিয়া একটি চিরকুট লিখে যায়। চিরকুটে বাবা-মার উদ্দেশ্যে লেখা ছিল, ‘ফেসবুক কি খুবই খারাপ? ফেসবুক ব্যবহার করতে দেয় না এমন কোনো বাসায় আমি থাকব না। ফেসবুক ছাড়া আমি বাঁচতে পারব না।’

তদন্ত কর্মকর্তা জিএইচ লেমগুদ জানান, ঐশ্বরিয়ার বাবা-মা প্রায়ই তাকে অতিরিক্ত ফেসবুক ব্যবহার ও দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলতে নিষেধ করতেন।

তিনি আরও বলেন, ‘অন্যান্য বাবা-মার মতো তারাও নিজের মেয়ের ব্যাপারে চিন্তিত ছিলেন এবং সে যেন বখে না যায় এ দিকে লক্ষ্য রাখতেন। তারা তাকে মোবাইল ফোনে বেশিক্ষণ কথা বলা ও ফেসবুক ব্যবহার করা থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার কথা বলতেন।’

ঐশ্বরিয়ার পরিবারে তার বাবা-মা ছাড়াও দুই ভাই আছে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টেবর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর