thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ৩

২০১৩ ডিসেম্বর ১৮ ১১:১৯:৩৩
নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক ৩

নারায়ণগঞ্জ সংবাদদাতা : ১৮ দলীয় জোটের অবরোধের দ্বিতীয়দিন বুধবার আড়াইহাজারে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় পুলিশ পেট্রোলসহ ৩ জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরিন্দা এলাকায় বুধবার সকাল ৮টার দিকে বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক আবরোধ করে। এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এক সময় তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পুলিশ পেট্রোলসহ দুজনকে আটক করে।

এদিকে অপর এক ঘটনায় পাঁচরুখি থেকে পেট্রোলসহ এক অবরোধকারীকে আটক করে। এ ছাড়া সোনারগাঁওয়ের নয়াপুরের সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিএনপি নেতা-কর্মীরা।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও) মঈনুর রহমান এ বিষয়ে জানান, আড়াইহাজারের পাঁচরুখিতে সকাল সাড়ে ৭টায় বিএনপি নেতা-কর্মীরা মিছিল করে নাশকতার চেষ্টা চালায়।

মঈনুর রহমান আরও জানান, আড়াইহাজারের পাঁচরুখিতে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছোড়ে। এসব ঘটনায় পাঁচরুখি ও পুরিন্দা এলাকা থেকে পেট্রোলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/ওআর/আইজেকে/এএস/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর