thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

রাজধানীতে উত্তাপহীন অবরোধ

২০১৩ ডিসেম্বর ১৮ ১২:৩৭:২৪
রাজধানীতে উত্তাপহীন অবরোধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : টানা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। রাজধানীতে বড় ধরনের কোনো শোডাউন করতে পারেনি অবরোধ সমর্থনকারীরা। আগের তিনবারের মতোই চতুর্থবারের এ অবরোধ কর্মসূচি চলছে অনেকটাই ঢিলেঢালা। রাজধানীর রাজপথে অবরোধের তেমন কোনো উত্তাপ নেই।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয় মঙ্গলবার ভোর ৬টায়। চতুর্থ দফার অবরোধে বুধবার সকাল ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খরব পাওয়া যায়নি।

অবরোধকে কেন্দ্র করে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন সতর্ক অবস্থানে। নগরীতে পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল চোখে পড়ার মতো। বিভিন্ন জেলায় সহিংসতা বেড়ে যাওয়ায় যৌথবাহিনী বিশেষ অভিযান চালাচ্ছে। প্রয়োজনে রাজধানীতে এ অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। যে কারণে অনেকটা আতঙ্কে নেতাকর্মীরা মাঠে নামছেন না বলে ধারণা করা হচ্ছে।

দশম জাতীয় সংসদ নির্বাচন স্থগিত, নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবিতে টানা ৭২ ঘণ্টার অবরোধের ডাক দেয় ১৮ দলীয় জোট। শুক্রবার ভোর ৬টায় এ কর্মসূচি শেষ হবে।

রাজধানীর সড়কগুলোতে রিকশা, অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল করলেও গণপরিবহনের সংখ্যা অনেকটা স্বাভাবিক। লঞ্চ ও রেল চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া রাজধানীর মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

এদিকে বরাবরের মতোই বিএনপি অফিসের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অফিসের মূল ফটকে তালা ঝুলছে।

গত ৩০ নভেম্বর দলের যুগ্ম মহাসচিব আটক হওয়ার পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নেতাকর্মী শূন্য।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত টানা অবরোধ কর্মসূচি পালন করে ১৮ দল। এরপর ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর এবং ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আরও তিন দফায় অবরোধ কর্মসূচি পালন করা হয়।

(দ্য রিপোর্ট/এমএইচ/শাহ/এনডিএস/ডিসেম্বর ১৮,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর