thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

কুমিরের বদলে বিয়ার!

২০১৩ ডিসেম্বর ১৮ ১২:৫৫:৪৮
কুমিরের বদলে বিয়ার!

দ্য রিপোর্ট ডেস্ক : একবার ভাবুন তো- কেউ দোকানে এসে সেই প্রাচীন যুগের দ্রব্যবিনিময় প্রথায় একটি জিনিসের বদলে অন্য একটি জিনিস কিনতে চাইল? ভাবছেন তাতে এত অসুবিধার কী আছে? আসলেই হয়ত খুব অসুবিধার কিছু নেই যদি না সে কুমিরের বিনিময়ে কিছু কিনতে চায়।

ঠিক এই কাণ্ডটিই ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের মিয়ামির এক ব্যক্তি। তিনি একটি বিশালকার কুমিরের বিনিময়ে কয়েক বোতল বিয়ার চেয়েছিলেন মিয়ামির একটি দোকানে গিয়ে। স্বাভাবিকভাবেই বিক্রেতা তাকে কুমিরের বদলে বিয়ার দিতে অস্বীকৃতি জানান।

তবে ওই ব্যক্তির বিরুদ্ধে বেআইনিভাবে কুমির রাখা ও বিক্রির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

পরে অবশ্য কুমিরটিকে ছেড়ে দেওয়া হয়েছে। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

ফিচার এর সর্বশেষ খবর

ফিচার - এর সব খবর