thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

জাবিতে ছাত্রলীগের মারধরের অভিযোগ

২০১৩ ডিসেম্বর ১৮ ২০:২২:০৩
জাবিতে ছাত্রলীগের মারধরের অভিযোগ

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের বিরুদ্ধে দুই ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। পাকিস্তানি দূতাবাস ঘেরাও করতে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিলে না যাওয়ায় বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে হলের ৪১তম ব্যাচের এক শিক্ষার্থী জানান, আমার বন্ধু লিমনকে (পরিবেশ বিজ্ঞান) ও ৪২তম ব্যাচের আবদুর রবকে (সরকার ও রাজনীতি বিভাগ) মারধর করে হল সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক ভূঁইয়া মোহাম্মদ এনামুল হাসান নোলক।

হলের শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগের হল সভাপতি ও সাধারণ সম্পাদক গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিলে যাওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের নিদের্শ দেন। যারা যেতে অস্বীকার করেন তাদেরকে মারধর করেন তারা।

এদিকে, আ ফ ম কামাল উদ্দিন হল শাখার সভাপতি আল-আমিন মারধরের অভিযোগ অস্বীকার করেন।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এমএআর/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর