thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

রাজধানীতে ১০ ককটেল বিস্ফোরণ

২০১৩ ডিসেম্বর ১৮ ২০:৩৪:০৭
রাজধানীতে ১০ ককটেল বিস্ফোরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গুলশানের বাড্ডা লিংক রোড এলাকায় ৪টি, ফার্মগেটে ২টি এবং পল্টন মোড়ে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বাড্ডায় একজন আহতের খবর পাওয়া গেলেও ফার্মগেট ও পল্টনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দুর্বৃত্তরা গুলশানের বাড্ডা লিংক রোড এলাকায় ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক ইমরান বলেন, আমাদের এমন কোনো তথ্য জানা নেই। অপরদিকে ফার্মগেট এলাকায় ৭টা ১৫ মিনিটে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, ৭টা ৪০ মিনিটে পল্টন মোড়ে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় পুলিশ গুলি ছুড়লে আশেপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পথচারীরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জলিল জানান, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটালে আতঙ্কের সৃষ্টি হয়। এসময় দায়িত্বরত পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে ৭-৮ রাউন্ড গুলি ছুড়ে। তবে কেউ হতাহত হয়নি এবং কাউকে আটক করা যায়নি।

(দ্য রিপোর্ট/এএইচএ/এপি/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর