thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

রামদিনের দিনে অপরাজিত চন্দরপল

২০১৩ ডিসেম্বর ১৯ ১৮:২১:৫০
রামদিনের দিনে অপরাজিত চন্দরপল

দ্য রিপোর্ট ডেস্ক : ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরির পর সাজঘরে ফিরেছেন দিনেশ রামদিন। সতীর্থ বিদায় নিলেও ৯৪ রানে অপরাজিত রয়েছেন অভিজ্ঞ শিবনারায়ণ চন্দরপল। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম দিনশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৮৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্রেইগ ব্রাথওয়েট ও কিয়েরন পাওয়েল উদ্বোধনী জুটি ভেঙেছে ৪১ রানে। নেইল ওয়াগনারের বলে উইকেটরক্ষক ওয়াটলিংয়ের তালুবন্দী হয়েছেন পাওয়েল। প্যাভিলিয়নে ফেরার আগে ২৬ রান করেছেন এই ওপেনার। দেখেশুনে খেলছিলেন ব্রাথওয়েট; কিন্তু পাওয়েলের বিদায়ের পর উইকেটে থিতু হতে পারেননি। ব্যক্তিগত ৪৫ রানে টিম সাউদির বলে আউট হয়েছেন তিনি। খানিক পরেই সাজঘরে ফিরেছেন কির্ক অ্যাডওয়ার্ডস (৬) ও মারলন স্যামুয়েলস (০)। পরপর ২ উইকেট হারানোর পর রান তোলার গতি কমেছে ওয়েস্ট ইন্ডিজের। এ অবস্থায় দলের হাল ধরেছেন চন্দরপল। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন দিনেশ রামদিন। ষষ্ঠ উইকেট জুটিতে তারা দলীয় স্কোরে ২০০ রান যোগ করেছেন।

ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরির পর আউট হয়েছেন রামদিন। ১০৭ রানে তাকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন কোরে অ্যান্ডারসন। সতীর্থ ব্যাটার বিদায় নিলেও অবিচল রয়েছেন চন্দরপল। ৯৪ রানে ব্যাট করছেন তিনি। আর এখনও রানের খাতা খোলেননি ড্যারেন স্যামি। ২৫ রান দিয়ে ৩টি উইকেট পেয়েছেন কোরে অ্যান্ডারসন। এছাড়া ২টি ‍উইকেট নিয়েছেন টিম সাউদি।

সংক্ষিপ্ত স্কোর :

ওয়েস্ট ইন্ডিজ : প্রথম ইনিংস, ২৮৯/৬(রামদিন ১০৭, চন্দরপল ৯৪, ব্রাথওয়েট ৪৫, কিয়েরন ২৬; অ্যান্ডারসন ৩/২৫)।

(দ্য রিপোর্ট/সিজি/এএস/নূরুল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর