thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

সমঝোতা হলে ‘একাদশ’ সংসদ নির্বাচন : শেখ হাসিনা

২০১৩ ডিসেম্বর ১৯ ২১:৩৮:৪৯
সমঝোতা হলে ‘একাদশ’ সংসদ নির্বাচন : শেখ হাসিনা

দ্য রিপোর্ট প্রতিবেদক : সমঝোতায় আসলে দশম সংসদ ভেঙ্গে দিয়ে সংবিধান অনুযায়ী একাদশ সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকের সূচনা বক্তব্যে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা (বিরোধীদল) দশম সংসদ নির্বাচনের ট্রেন মিস করেছেন। এবার অবরোধ বন্ধ করেন, গাছ কাটা বন্ধ করেন, জামায়াতের সঙ্গ ছেড়ে মানুষ হত্যা বন্ধ করেন।

তিনি বলেন, আলোচনা চলতে থাকবে। সমঝোতায় আসতে পারলে নতুন নির্বাচন দেব।

শেখ হাসিনার সভাপতিত্বে দলের গুরুত্বপূর্ণ এ সভায় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনার সূচনা বক্তব্য শেষে রুদ্ধদ্বার সভা অনুষ্ঠিত হয়।

দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের আশা ছিল বিরোধী দল নির্বাচনে অংশ নেবে। এজন্য আমরা জোটগতভাবে ছাড় দিয়ে প্রার্থী ঠিক করেছি। যখন বিরোধী দল নির্বাচনে আসেনি, তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটা স্বাভাবিক। তারপরও নির্বাচনে ১২টি দল ও ৫৪০ জন স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছে।

বিরোধী দলের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে সরকার প্রধান বলেন, খুঁজে খুঁজে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর পোড়াচ্ছেন। মানুষের ধৈর্যেরও একটা সীমা আছে, সহ্যেরও একটা সীমা আছে। এসব কর্মকাণ্ড আর বরদাশত করা হবে না। মানুষ হত্যা বন্ধ না করলে, জনগণের জানমালের নিরাপত্তা বিধান করার জন্য যত কঠোর হওয়া দরকার তত কঠোর হব।

শেখ হাসিনা বলেন, বিরোধী দল অবরোধ দিয়ে তো কিছুই করতে পারল না। উনার অবরোধ শুধু দিনমজুর আর খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে। আর ছোট ছোট ছেলেমেয়েরা যেন ক্লাস পরীক্ষা দিতে না পারে তার জন্য।

(দ্য রিপোর্ট/বিকে/জেএম/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর