thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

হাসিমুখো মাছ!

২০১৩ ডিসেম্বর ২০ ১৫:১৭:৫০
হাসিমুখো মাছ!

দ্য রিপোর্ট ডেস্ক : আক্ষরিক অর্থেই গভীর জলের মাছ পেলিক্যান ইল। সমুদ্রের প্রায় ১০ হাজার ফুট গভীরে তাদের বাস। সমুদ্রের এতো গভীরে বসবাস হওয়ায় মানুষের সঙ্গে তাদের সাক্ষাতের ঘটনা বিরল। কালেভদ্রে শিকারির জালে ধরা পড়লে দেখা মেলে এদের।

পেলিক্যান ইলকে বলা হয় হাসিমুখো মাছ। বিশাল মুখের কারণেই এ তকমা জুটেছে পেলিক্যান ইলের কপালে। পেলিক্যান ইলকে ছাতামুখো মাছও বলা হয়।

মাত্র এক মিটারের পেলিক্যান ইলের চোয়ালই মোট দৈর্ঘের এক-চতুর্থাংশ। হাসিমুখো এ মাছটির চোয়াল এতোটাই বড় যে, অনায়াসে এর চেয়ে বড় কোনো প্রাণীকে গলধঃকরণ করতে পারে সে। পেলিক্যান ইলের পাকস্থলীও এ ব্যাপারে তাকে সাহায্য করে। বড় আকারের কোনো প্রাণী খাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই ওই প্রাণীর আকৃতি অনুযায়ী তার পাকস্থলীও বড় হয়।

তবে খাদ্য তালিকায় এমন বড়সড় প্রাণী যোগ করার খুব একটা প্রয়োজন হয় না পেলিক্যান ইলের। সাধারণত ছোট ছোট সামুদ্রিক প্রাণীই পেলিক্যান ইলের প্রধান খাদ্য। আর পেলিক্যান ইলের দাঁত এতোই ছোট যে, খাবার বেশি চিবাতেও পারে না মাছটি।

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/লতিফ/ ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

ফিচার এর সর্বশেষ খবর

ফিচার - এর সব খবর