thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

নাটোরে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, আটক ১৪

২০১৩ ডিসেম্বর ২২ ১০:১০:২৭
নাটোরে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, আটক ১৪

নাটোর সংবাদদাতা : নাটোরে মিছিল, সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে ১৮ দলের ৮৩ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন পালিত হচ্ছে। অবরোধে নাশকতা ঘটাতে পারে এ আশঙ্কায় শনিবার রাতে যৌথঅভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ১৪ জন বিএনপি ও জামায়াতকর্মীকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮ দলের নেতাকর্মীরা রবিবার সকালে শহরের কানাইখালী, মাদ্রাসা মোড়, হরিশপুর, তেবাড়িয়া এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করে। অবরোধকারীরা বিভিন্ন সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও তেবাড়িয়া এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। এ সময় অবরোধকারীদের ধাওয়ায় একটি অটোরিকশা উল্টে যায়।

এদিকে নাশকতা ঘটাতে পারে এ আশঙ্কায় শনিবার রাতে যৌথঅভিযানে জেলার গুরুদাসপুর, বড়াইগ্রাম ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ১২ জন বিএনপি ও দুজন শিবিরকর্মীকে আটক করা হয়।

(দ্য রিপোর্ট/এনএইচ/শাহ/এএস/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর