thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

নাটোরে গাছ কাটার অভিযোগে গ্রেফতার ১০

২০১৩ ডিসেম্বর ২২ ১৮:৪২:৫৪
নাটোরে গাছ কাটার অভিযোগে গ্রেফতার ১০

নাটোর সংবাদদাতা : অবরোধ চলাকালীন নাটোর-ঢাকা মহাসড়কের গাছ কাটার অভিযোগে ১৮ দলের ১০ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা থেকে রবিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম দ্য রিপোর্টকে জানান, অবরোধ চলাকালে বিএনপির কর্মীরা ১১ ডিসেম্বর আহম্মদপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের পাশে গাছ কাটে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে শনিবার থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।

রবিবার ভোরে এই মামলায় আহম্মেদপুর এলাকা থেকে জাহিদুল ইসলাম (৩০), শহিদুল ইসলাম (৪১), সাইফুল ইসলাম (২৪), নজরুল ইসলাম (৪৫), আব্দুর রহিম (২৮), জাহিদ হাসান (২৮), জামাল (৩০) ও মাহবুবুর রহমানকে (২৬) গ্রেফতার করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম খান জানান, বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে নাশকতার অভিযোগে শনিবার রাত ৩টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের উদবাড়িয়া সরদার পাড়া গ্রামের পিরু মণ্ডলের ছেলে আব্দুর রহিম (৪০) ও ধারাবারিষা পশ্চিমপাড়ার আসমত আলী কবিরাজের ছেলে আযব আলীকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

পরে তাদের বড়াইগ্রাম আমলী আদালতে পাঠানো হয়।

(দ্য রিপোর্ট/একেএমএনআই/এমএইচও/এসকে/ডিসেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর