thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

বরিশালে আ'লীগের অবরোধবিরোধী মিছিল

২০১৩ ডিসেম্বর ২৩ ১২:৩৬:৫৩
বরিশালে আ'লীগের অবরোধবিরোধী মিছিল

বরিশাল সংবাদদাতা : বরিশালে অবরোধবিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ। সোমাবার সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয় সোহেল চত্বর থেকে বের হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, অবরোধ হরতাল আর জ্বালাও পোড়াও করে মানুষ হত্যার মধ্যদিয়ে কখনো শান্তিপূর্ণ সমাধান হতে পারে না। তিনি বিরোধী দলকে আলোচনার মাধ্যমে সমাধান করতে বলেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শান্ত বরিশাল বিরোধী দল যাতে অশান্ত করতে না পারে এজন্য সবাইকে মাঠে থাকতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন- মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলামসহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

(দ্য রিপোর্ট/বিএস/এফএস/এএস/লতিফ//ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর