thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

চট্টগ্রামে আগুনে পুড়ল ফার্নিচার মার্কেট ও বস্তিঘর

২০১৩ অক্টোবর ২৭ ০৮:৪১:০৮ ০০০০ 00 ০০ ০০:০০:০০
চট্টগ্রামে আগুনে পুড়ল ফার্নিচার মার্কেট ও বস্তিঘর

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার আশকার দিঘীর পাড়ের ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি দোকান এবং মার্কেটের পাশে প্রায় ৪০টি বস্তিঘর পুড়ে গেছে।

রবিবার ভোর ৬টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিভাবে আগুনের লাগে তা নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে মার্কেটের মদিনা ফার্নিচার নামে একটি দোকানে ওয়েল্ডিং করার সময় আগুন লেগেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়িরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে নয়টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরাপুরি নিয়ন্ত্রণে আসে ১০টা ১০ মিনিটে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার ভোর ছয়টায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। মার্কেটটি টিন ও কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া মার্কেটের কয়েকটি দোকানে দাহ্য পদার্থ থাকতে পারে বলে মনে করছে পুলিশ। তিনতলা ফার্নিচার মার্কেটটির দোতলায় কারখানা, নিচতলায় স্টোর রুম ও তৃতীয়তলায় শোরুম।

ঘটনাস্থলে কোয়ালিটি ফার্নিচারের মালিক ছিদ্দিক আহমেদ, লুসাই ফার্নিচারের মালিক নাসির আহম্মেদ, বোসাই কলোনীর বাসিন্দা ফারুক, নিয়াজ ও এলাকাবাসী শামীমের সঙ্গে কথা হলে তারা জানায়, আমাদের সবকিছু শেষ, অবশিষ্ট কিছুই রইল না।

আগুন লাগার খবর শুনে বাসা থেকে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তাদের। তারা অভিযোগ করে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আরো দ্রুত ঘটনাস্থলে পৌছালে কিছুটা হলেও রক্ষা হতো।

ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে না পারলেও তারা প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- মদিনা ফার্নিচার, ডানলপ ফার্নিচার, সুপার ডিলাক্স ফার্নিচার, জেনারেল ফার্নিচার, লুসাই ফার্নিচার, আল বারেক ফার্নিচার, বেগাস ফার্নিচার, কোয়ালিটি ফার্নিচার, ইউনিভার্সেল ফার্নিচার, নিউ আয়েশা ফার্নিচার ও চৌহানা ফার্নিচারসহ ১৬টি ফার্নিচারের দোকান।

এছাড়াও ফার্ণিচার মার্কেটের পাশে প্রায় ৪০টি বস্তিঘরও পুড়ে গেছে।

আগুন লাগার ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলে জানান নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোস্তাফিজ ভূইয়া।

(দিরিপোর্ট২৪/ওএস/জেএম/অক্টোবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর