thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

মিরসরাইয়ে ট্রাক ও কাভ্যার্ডভ্যানে আগুন

২০১৩ ডিসেম্বর ২৩ ২১:২২:৪০
মিরসরাইয়ে ট্রাক ও কাভ্যার্ডভ্যানে আগুন

মিরসরাই সংবাদাদাতা : ১৮ দলীয় জোটের ডাকা পঞ্চম দফা অবরোধের তৃতীয় দিনে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক ও কাভ্যার্ডভ্যানে আগুন এবং একটি ট্রাক ভাংচুর করেছে অবরোধ সমর্থকরা। সেনাবাহিনীর টহলের মধ্যেও সোমবার সন্ধ্যা ৭টায় মিরসরাই পৌর সদরের দক্ষিণ পাশে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোহাম্মদ এহসানুল কাদের ভূঁইয়া জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও তাদের ফাঁকি দিয়ে দুর্বৃত্তরা গাড়িতে আগুন দিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ১০-১৫ জন যুবক মহাসড়কে চলাচলরত গাড়ির গতিরোধে করে ইট-পাটকেল ছুঁড়ে। এ সময় চলাচলরত চট্টগ্রাম বন্দরমুখী ধানবোঝাই একটি ট্রাক (চট্ট মেট্রো ড ০৪২৯) ও ঢাকাগামী একটি কাভ্যার্ডভ্যানে (ঢাকা মেট্রো ট ১৬-৩০৪১) আগুন এবং একটি ট্রাক (কুষ্টিয়া ট ১১-০৭৭৫) ভাংচুর করে অবরোধকারীরা।

খবর পেয়ে পরবর্তী সময়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে মিরসরাই থানা পুলিশ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ট্রাক ও কাভ্যার্ডভ্যান উদ্ধার করে থানায় নিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এমএএইচ/এসকে/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর