thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

পেট্রোল বোমা হামলায় দগ্ধ বাবুর্চির মৃত্যু

২০১৩ ডিসেম্বর ২৭ ১৪:৩০:৫০
পেট্রোল বোমা হামলায় দগ্ধ বাবুর্চির মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : ময়মনসিংহে পেট্রোল বোমা হামলায় দগ্ধ বাবুর্চি মো. শাহজাহান (৩০) ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে তিনি মারা যান।

ডিএমসির কর্তব্যরত চিকিৎসক পার্থ শঙ্কর পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ২১ ডিসেম্বর রাতে মো. শাহজাহান এখানে ভর্তি হন। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়।

নিহতের স্ত্রী রোকসানা আক্তার দ্য রিপোর্টকে জানান, ২১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় মো. শাহজাহান ময়মনসিং ব্রিজ এলাকা থেকে সিএনজি অটোরিকশাযোগে গৌরীপুর আহমদপুর এলাকার নওহাটা গ্রামের নিজ বাড়িতে আসার সময় দুর্বৃত্তরা পেট্রোল বোমা হামলা চালায়। দগ্ধ অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওইদিন রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/রাসেল/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর