thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ফেসবুক পেজের লাইক বাড়ায় তদন্ত দাবি!

২০১৩ ডিসেম্বর ২৭ ১৪:৩৩:৫৭
ফেসবুক পেজের লাইক বাড়ায় তদন্ত দাবি!

কলকাতা প্রতিনিধি : ভারতের সাবেক রেলমন্ত্রী পবন বনশালের ফেসবুক পেজের লাইক একদিনে এক লাফে প্রায় দশ হাজার বেড়েছে। আর এতেই মনে সন্দেহ দানা বেঁধেছে প্রাক্তন রেলমন্ত্রী পবন কুমার বনশালের। একেবারেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

বনশালের ফেসবুক পেজে লাইকের সংখ্যা ছিল ৫১,৬০০। হঠাৎ করেই তা বেড়ে হয়ে গেছে ৬২,৫০০। গত বুধবার চণ্ডীগড় পুলিশের কাছে অভিযোগ জানিয়ে তিনি বলেছেন, কেউ অসৎ উদ্দেশে এমনটা করেছে। এ ব্যাপারে তিনি তদন্ত দাবি করেছেন।

চণ্ডীগড় পুলিশের বিশেষ সাইবার সেলের কাছে বনশালের দাবি একদিনে ১০ থেকে ২০টা, এমনকি সব থেকে বেশি এক হাজার লাইক স্বাভাবিক হতে পারে। কিন্তু রাতারাতি ১০ হাজার লাইক সন্দেহজনক। কিছু দিন আগে চণ্ডীগড়েই বিজেপি প্রেসিডেন্ট সঞ্জয় টেন্ডনের ফেসবুক পেজের লাইক একদিনে ৯,০০০ বেড়ে যায়। তদন্তে জানা যায় যার বেশিরভাগই ছিল ইস্তানবুলের।

(দ্য রিপোর্ট/এসএম/এইচএসএম/লতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

ফিচার এর সর্বশেষ খবর

ফিচার - এর সব খবর