thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

গতি ঝড়ে লণ্ডভণ্ড অস্ট্রেলিয়া

২০১৩ ডিসেম্বর ২৭ ১৫:৫১:৪০
গতি ঝড়ে লণ্ডভণ্ড অস্ট্রেলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : অ্যাশেজ সিরিজে দাপিয়ে বেড়ানো অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাকাল হয়েছে স্বাগতিকরা। দিন শেষে প্রথম ইনিংসে ৯ উইকেটে তাদের দলীয় স্কোর ১৬৪। সফরকারীদের চেয়ে পিছিয়ে রয়েছে ৯১ রানে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ানদের অচেনা মনে হয়েছে। নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনে ৩৬ রান তুলতেই ৩ উইকেট খুইয়েছে তারা।

ডেভিড ওয়ার্নাকে (৯) দিয়ে উইকেট শিকারের সূচনা করেছেন ইংল্যান্ডের পেসার অ্যান্ডারসন। ব্যক্তিগত ১০ রানে বেন স্টোকেসের বলে আউট হয়েছেন শেন ওয়াটসন। উইকেটে থিতু হওয়ার আগেই অধিনায়ক মাইকেল ক্লার্ককে (১০) সাজঘরে ফিরিয়েছেন অ্যান্ডারসন।

কিছুটা ধরে খেলার চেষ্টা করেছেন ওপেনার ক্রিস রজার্স। তিনি ভয়ঙ্কর হয়ে উঠার আগেই তাকে ক্যাচ আউট করেছেন ব্রেসনান। সাজঘরে ফেরার আগে ৬১ রান করেছেন তিনি।

তার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। শুরুতে অ্যান্ডারসনের পেস আক্রমণে কোণঠাসা স্বাগতিকরা শেষ বিকেলে জবুথবু হয়েছে ব্রডের গতি ঝড়ে। তিনিও পেয়েছেন ৩ উইকেট। দিনের খেলা শেষ হওয়ার আগে গুটিয়ে যায়নি অস্ট্রেলিয়া। ৯ উইকেটে ১৬৪ রান করেছে তারা। ৪৩ রানে অপরাজিত রয়েছেন ব্রাড হাডিন। এখনো রানের খাতা খোলেননি পিটার সিডল।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৬৪/৯ (রজার্স ৬১, হাডিন ৪৩*; ব্রড ৩/৩০, অ্যান্ডারসন ৩/৫০)

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৫৫ (পিটারসেন ৭১, কারবেরি ৩৮, কুক ২৭; জনসন ৫/৬৩)

(দ্য রিপোর্ট/সিজি/রাসেল/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর