thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

'মার্চ ফর ডেমোক্রেসি' ঘিরে গাড়িতে তল্লাশি

২০১৩ ডিসেম্বর ২৮ ১১:৩০:১৫
'মার্চ ফর ডেমোক্রেসি' ঘিরে গাড়িতে তল্লাশি

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে বিরোধী জোটের ২৯ ডিসেম্বরের 'মার্চ ফর ডেমোক্রেসি' বা 'গণতন্ত্রের অভিযাত্রা' কর্মসূচি ঘিরে শনিবার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে ঢাকা অভিমুখে আসা সব ধরনের যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর উভয়পাড়ে (বাবুবাজার ব্রিজ) গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ৭টা থেকে উভয় দিকে অল্পসংখ্যক যানবাহন চলাচল করছে। তবে বাসের তুলনায় সিএনজি অটোরিকশা, রিকশা ও টেম্পুর সংখ্যাই বেশি। সকাল ৯টা পর্যন্ত পুলিশকে কোন যানবাহনে তল্লাশি করতে দেখা যায়নি।

তবে সকাল ৯টার পর বাবুবাজার ব্রিজের দক্ষিণ পাড়ে কদমতলি গোলচত্বরে ঢাকামুখী সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।

যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে এক এক করে তল্লাশি করতে দেখা যায়। যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগও তল্লাশি করে পুলিশ। তবে সকাল সাড়ে ১১টা পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা।

তল্লাশির দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশে না করে দ্য রিপোর্টকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তল্লাশি করছি। এর বেশি কিছু বলতে পারবো না।’

রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম থাকায় যাত্রীদের দীর্ঘসময় ধরে অপেক্ষা করতে দেখা যায়। মো. রফিক নামের এক যাত্রী দ্য রিপোর্টকে জানান, ‘মিরপুর যাব। প্রায় এক ঘণ্টা ধরে গাড়ির জন্য অপেক্ষা করছি। কিন্তু কদমতলী থেকে সব বাস কাউন্টার বন্ধ থাকায় কোন গাড়ি পাচ্ছি না।’

কদমতলী গোলচত্বরে ঢাকামুখী দিশারী এবং মাওয়া-মাদারীপুরমুখী সার্বিক ও চন্দ্রা পরিবহনের কাউন্টারে গিয়ে দেখা বন্ধ।

নাম প্রকাশ না করে সার্বিক পরিবহনের এক কর্মী দ্য রিপোর্টকে জানান, ‘মালিকপক্ষ থেকে নিষেধ করায় আমরা গাড়ি চালানো বন্ধ রেখেছি। কবে থেকে গাড়ি চলাচল শুরু হবে তাও জানি না।’

এদিকে সকালে কিছু দূরপাল্লার লোকাল বাস চলতে দেখা গেলেও সকাল ১০টার পর তাও বন্ধ হয়ে যায়।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর