সৈয়দ শামসুল হক ও তার কবিতার ভূগোল
সাহসের সুকোমল কোলাজ
মিরাজ মোহাইমেন
আজ আচমকা দ্বিপ্রহরে পড়ছিলাম একালের এক বড় কবি মলয় রায়চৌধুরীর কবিতার বই ‘যা লাগবে বলবেন’। বইয়ের প্রথম পৃষ্ঠা পড়তে গিয়ে আটকে গেল চোখ। কবি লিখছেন, ‘রেশনের দোকানে দুচার কথা’। বলা শুরু হল এভাবে- আপনার হয়তো মনে আছে, শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যুতে, দূরদর্শনে সন্দীপন চট্টোপাধ্যায় বলেছিলেন, বাংলা কবিতা মধুসূদন দত্ত থেকে রবীন্দ্রনাথ তারপর জীবনানন্দ হয়ে শক্তিতে পৌঁছেছে।
শক্তিদা নিজেও, যখন তিনি জানিয়েছিলেন, ‘যেকোনো লেখকের পদ্যই দীর্ঘকাব্য | তিনি লেখেন টুকরো টুকরো করে এইমাত্র’, -তখন উনিও, ইতিহাসের রৈখিকতাকে মেনে নিয়েছিলেন। সময়ের এই মহাআখ্যানবাদী ধারণাটি সেমেটিক ও ঔপনিবেশিক। একটি কাল খণ্ডে নানান রকম হাজার-হাজার সোজা-বাঁকা রেখা বিভিন্ন দিকে দৌড়ায়। ওঁদের দোষ নেই। আজ অব্দি এ রকমই বোঝাবার চেষ্টা হয়েছে, ইতিহাস এগিয়ে চলেছে প্রগতির দিকে, উত্তরণের দিকে, সর্বজনীনতার দিকে। মানুষ হয়ে উঠছে আলোকপ্রাপ্ত, যুক্তিবাদী, মানবতাবাদী ইত্যাদি। মানুষ সুসভ্য হয়ে চলেছে, লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। কবিতাও এগিয়ে চলেছে, আরও, আরও জোরে।... পড়া শেষ করার আগেই চোখ আটকে গেল সৈয়দ শামসুল হক-এ। এ হল নিয়তি।
মনের উচাটন আমাকে নিয়ে গেল তাঁর দিকে, তাঁর কবিতার দিকে। তাঁকে আমার মনে হয় আমাদের তারুণ্যের সুকোমল ছায়া, অথবা তিনি আমাদের সাহসের এক চির নবীন সহিস, তিনি চলিতেছেন, অনেক-অনেক সমুখের পানে। এই আমি তাকে নিয়ে গদ্য লিখতে গিয়ে আটকে গেলাম আত্মজৈবনিক কবিতা ‘আমার পরিচয়’-এ। সৈয়দ হকের শৈল্পিক ভুবন কিংবা তাঁর মানস গঠন তৈরি হয়েছে কীভাবে, তাঁর কবিতার ভূগোলটা কী বোঝার জন্য-এ কবিতাটি যথোপযুক্ত। পাঠকের সামনে এটি উদ্ধৃত করার লোভ সামাল দেওয়া ভারি মুশকিল। তার লেখা-লেখির ভূগোলটা এত বড়, পাঠক মাত্রই চাইবেন তাঁর স্বরচনার থেকে, তার বয়ানের চাবি-কাঠিটাকে সমঝে নিতে। আত্মমগ্নতার গভীর অন্তর্দেশ থেকে গড়ে উঠেছে তাঁর পঙক্তির বুনন। সব্যসাচী লেখক হিসেবে প্রতিপন্ন করার আগে-ভাগে তিনি সবার পহেলায় নিজেকে কবি নামে গণ্য করতে চাহেন। যে কারণে বলেন, কবিতাই হল আমার লেখালেখির নাভি। মূল কেন্দ্র পরে তা ছড়িয়েছে অন্য শাখায়। এর মধ্যদিয়ে জীবনকে দেখার ভঙ্গি, ব্যাখ্যার নিজস্ব ভাষা তৈরি করতে চেয়েছি। আমাদের শ্রদ্ধেয় হক মিয়া যে কাণ্ডটা ঘটাইয়াছেন তাহা আর কিছু নহে, তাহা হইতেছে, সৃজনশীলতার সব শাখায় সৈয়দ শামসুল হকের অবাধ চলন। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, চিত্রকলা, সঙ্গীত, অনুবাদ, সমালোচনাসহ সৃজনশীলতার প্রতিটি শাখায় তিনি বিচরণ করছেন বীরদর্পে। নতুন প্রকাশভঙ্গির বাসনায় তিনি চষে বেড়ান সাহিত্যের প্রতিটি শাখা-প্রশাখা।
সৈয়দ হক-এ পরিক্রমণ : রফিকউল্লাহ খান সাহেবের আছর নিয়ে এ কথা লিখতে হচ্ছে, ধুলোর বাউল থেকে সমগ্র মানব হয়ে উঠার অন্তরিত ইতিহাসের দিক থেকে বিচার করলে সৈয়দ শামসুল হক মূলত কবি। ‘মূলত কবি’? কাব্য-নাটক শব্দবন্ধটি যোগ করলে সমালোচকের অবস্থানটা আরও নিরাপদ হয়। কেননা সমালোচকরা খোঁজেন ভারসাম্যপূর্ণ নিরাপত্তা। কিন্তু কাব্যনাটক ও নাটক। নাটক লেখককে ব্যক্তির জগৎ থেকে অনেক দূর পর্যন্ত যেতে হয়। সেখানে চরিত্র-বৈচিত্র্য ও সংলাপ-বৈচিত্র্যের বাইরেও থাকে দর্শক-শ্রোতা। আমার প্রশ্ন, সৈয়দ শামসুল হক মূলত কবি? তাহলে গল্প, উপন্যাস ও নাটকে তিনি কি গৌণ? রবীন্দ্রনাথ বিশ্বকবি এই অর্থে যে, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ভক্তরা বলেছেন ‘কবিগুরু’। এতে সমকালে রবীন্দ্র-মূল্যায়নে সমস্যা হয়েছে। বুদ্ধদেব বসু অনেকের মতে আধুনিক কবিদের শিক্ষক। কিন্তু তাকেও মূলত কবি বললে তার মননচর্চার ঋদ্ধ ইতিহাসই কেবল নয়, গল্প, উপন্যাস ও কাব্যনাটকের স্বতন্ত্র পথদ্রষ্টা হিসেবে অবমূল্যায়ন করা হয়। সৈয়দ শামসুল হক মূলত এবং প্রধানত শিল্পী। কবি, গল্পকার, ঔপন্যাসকি, নাট্যকার- সবগুলোই। তবে কবির চেতনাস্রোত সাহিত্যের অন্যান্য রূপের সাধনাকে যে সমৃদ্ধ ও প্রাণময় করে তোলে, রবীন্দ্রনাথ ও বুদ্ধদেবের মতো তাঁর ক্ষেত্রেও এ মন্তব্য প্রযোজ্য। বাংলা ভাষার জীবিত লেখকদের মধ্যে এখনও তিনি র্সবগ্রাসী।
সাহিত্যের সৃজনশীল অন্যান্য শাখার মতো তাঁর কবিতা এখনও সংবদেনশীল পাঠককে আলোড়িত করে। কবিতায় বিধৃত তাঁর ব্যক্তিচেতনার পর্যায়ক্রম অনেক সময় অতিক্রম করে যায় সময়ের স্বভাব ও নান্দনিক রুচি। যে কারণে, তাঁর কবিতার পঠন ও মূল্যায়ন কখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি।
সৈয়দ শামসুল হকের কাব্যযাত্রার সূচনায় নিসর্গমগ্ন এক তরুণের দেখা পাওয়া যায়। যেন ধুলোমলিন এক গ্রামীণ বাউল নাগরিক বৈদগ্ধ ও ব্যক্তিমুখী চেতনার রন্ধ্র দিয়ে স্মৃতিলোকের ক্রমভগ্ন নিসর্গলোক প্রত্যক্ষ করছে। নিসর্গমগ্নতা নির্জনতম মানুষকেও যে পূর্ণতার আনন্দ দেয়, জীবনানন্দ দাশের কবিতা তার প্রমাণ। কিন্তু সৈয়দ শামসুল হক জীবনানন্দীয় আবহের কবি নন, বরং মননশীলতা ও মিতকথন বৈশিষ্ট্য যে সুধীন্দ্রনাথ দত্তের কবিতার ধাঁচ তার মধ্যে কখনও কখনও লক্ষ্য করা যায় তার প্রথম পর্যায়ের কবিতায়।
তার কবিতা পাঠের অভিজ্ঞতা থেকে বলা যায়, তিনি বিশ্বযুদ্ধোত্তর ইউরোপীয় কবিতা থেকেই আত্ম-উন্মোচন ও আত্মপ্রকাশের প্রাথমিক পাঠ নিয়েছিলেন। সেই সঙ্গে মিশে ছিল তাঁর ব্যক্তি সংবেদনার স্বতন্ত্র গড়ন। এই পাঠকৃতি ও মানসক্রিয়া তাঁর নিজের ও বাংলা কবিতার জন্য যথেষ্ট ফলপ্রসূ হয়েছিল। ‘একদা এক রাজ্যে’র , (১৯৬১) ‘বুনোবৃষ্টির গান’, ‘কবিতার উন্মোচনী অংশের চিত্র ও ধ্বনির অন্তরালে ভিন্ন এক কবিকণ্ঠের দেখা পাই :
‘বৃষ্টি এসে ভেজায় কখন নাগেশ্বরীর মাঠ
দূরত্ব এক বাতাস নাড়ে বুনো চালতা ফল
হৃদয় যেন।’
ব্যক্তিমন ও ভূগোলের দ্বৈরথে তৃতীয় কারও অনুপ্রবেশটাও নাগরিক রহস্যের স্পর্শে দ্বিধা থরথর :
‘ইচ্ছা আছে মেঘের মতো অন্ধ সীমানায়
একলা এক জানালা খোলা বাংলাবাড়ির ঘর
একলা এই রঙ্গপুরে হঠাৎ কি যে হয়।
পাব না জানি তোমায় পেলে হৃদয় দেখা যায়।
বৃষ্টি এসে ভেজায় আবার সেই দুরাশার মাঠ।’
‘খঞ্জনি’ কবিতায়ও দেখি ধ্বনি ও চিত্রের মধ্যে মৃন্ময় এক অনুভূতিলোক, সেখানেও ব্যাপ্ত সমগ্র- বাংলার অন্তরিত মানচিত্র : ‘আকাশে উদাসী মেঘ, মর্ত্যে তুমি বাজাও খঞ্জনি;/ ধুলোর বাউল তুমি, তাকে তুমি ব্যাপ্ত করে আছ।/ নিজের আড়াল আর কামরাঙা ছায়া,/ সেখানে দাঁড়াও এসে।’ ‘বুনোবৃষ্টির গান’(১৯৫৯) থেকে ‘অধোগামী দিনের পঞ্জিকা’ (’৯৮)-এই র্দীঘ কাব্যযাত্রায় সময়স্বভাবের সবগুলো স্তরকেই কবি র্স্পশ করেছেন। সেই সঙ্গে নিজের সৃষ্টিসত্তাকেও সময়ের দ্বন্দ্ব ও জঙ্গমের অগ্নি-পরীক্ষায় যাঁচাই করে নিয়েছেন। নির্সগলগ্ন চেতনা কীভাবে সমষ্টিবিচ্ছিন্ন ব্যক্তির আত্মরতি ও বিকারের জগতে প্রবেশ করে, কীভাবে রক্তিম অনুভূতিপুঞ্জের মধ্যদিয়ে ব্যক্তি সচেতনভাবে সমষ্টিলগ্ন হয়; অতঃপর সমাজ রাজনীতি, ইতিহাস ও সভ্যতা-ভাবনা কবিতার শিল্পশীলিত অবয়বে রূপ পায়, সৈয়দ হকের কবিতা তার প্রমাণ। ‘বৈশাখে রচিত পংক্তিমালা’ (১৯৬৯) শব্দপ্রবাহের নায়কের স্বগতোক্তির এই প্রকাশ ভঙ্গিও অভিনব বাংলা কবিতায়।
‘আবার উঠব জেগে খরচৈত্রের চর
হয়ে তোমার পদ্মায়। পিঙ্গল জটায়
স্রোতের প্রপাত নিয়ে হেঁটে যাব আমি,
স্মৃতির সাগরে। জন্মে জন্মে বারবার
কবি হয়ে ফিরে আসব আমি বাংলায়।’
ব্যক্তির পূর্ণায়ত ভূগোলকে একমাত্র কবিতাই তার বহুস্বরসহ ধারণ করতে পারে। চৈতন্যবিবর্তনের অকপট সত্য সেখানে বিধৃত হয়। সৈয়দ শামসুল হকের মধ্যবিত্ত নাগরিক-মনের বিবর্তনের ধারায় বাঙালি জীবনের ক্রমায়ত যাত্রার যে শব্দ-বর্ণ-ধ্বনি ও চিত্রময় স্বরূপ দেখি, তা নিঃসন্দেহে তাৎর্পযর্পূণ। বিশেষ করে, ‘পরানের গহীন ভিতর’ (১৯৮০) কাব্যগ্রন্থ থেকে তাঁর কবিতার বিষয়ের লোকব্যঞ্জনা আঙ্গিকের নতুনত্বে পাঠককে নতুন অভিরুচির দীক্ষা দিয়েছে। কবি তাঁর আত্মশনাক্তকরণ ও জীবনসন্ধানের নতুন যাত্রা এভাবেই শুরু করেন :
‘কি কামে মানুষ দ্যাখে মানুষের বুকের ভিতরে
নীল এক আসমান-তার তলে যমুনার ঢল,
যখন সে দ্যাখে তার পরানের গহীন শিকড়ে
এমন কঠিন টান আচানক পড়ে সে চঞ্চল?
কিসের সন্ধান করে মানুষের ভিতরে মানুষ?’
(পরানের গহীন ভিতর-১৪)
এই জিজ্ঞাসাধ্বনির মধ্যেই থেমে যেতে পারেন একজন কবি। অথবা এগিয়ে যেতে পারেন অনন্তকালের পথ ধরে। কেননা, মানবসন্ধানের মধ্যদিয়ে শিল্পীর আত্মসন্ধান ও আত্মজিজ্ঞাসার এই প্রক্রিয়া মহৎ কবিতার চিরকালের স্বভাবধর্ম।
যবনিকা : এতক্ষণে ভদ্র পাঠকগণ ঋণ শুধালাম। আমি তার অর্ধেক বয়সী। সৈয়দ হকের জন্য অবারিত দরদী মন এ কথা সায় দিতে চেয়েছিল তাকে বোঝার জন্য আত্মপরিচয় কবিতাটিই যথেষ্ট যা থেকে তরুণগণ বিবিধ চিন্তাস্রোত ধারণ করতে পারেন। একইভাবে এ কথাও প্রযোজনা করতে চাহি, তিনি কাব্যকলার সুষম নিয়ম-কানুন মানিয়া নতুন রাস্তা তৈয়ার করিয়াছেন। যে কারণে আমরা তাকে কবুল করিয়াছি। আমাদের আরেকজন রহিয়াছেন যাহার নাম- আল মাহমুদ। তাহারা চলিয়া গেলে আমাদের কী হইবে?
ভাবিয়া কূলকিনারা করিতে পারি না, মাঝে মাঝে এই বেদনার তরীতে চড়িয়া স্রোতের উজানে উঠিয়া ভাবি- আমরা সেই তরুণদের জন্য অপেক্ষা করিতেছি যাহারা লংকাকাণ্ড ঘটাইবেন। বাংলা কবিতাকে বহুদূর লইয়া যাইবেন। সে যাহাই হোক এই প্রত্যাশার তীরে আসিয়া এখন আপনাদের সৈয়দ হকের মানস গঠন বুঝিবার জন্য উদ্ধার করিতেছি তাহার আলোচিত কবিতাটি। তাহা হইলে একবার পড়িয়া ঠাউর করিয়া নিন তাহার চিন্তার মানচিত্র তথা ভূগোলখানি। তিনি লিখিতেছেন, ‘আমার পরিচয়’ নামক কবিতায় :
“আমি জন্মেছি বাংলায়
আমি বাংলায় কথা বলি।
আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি।
চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।
তেরশত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে?
আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে
আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে।
আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে
আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে।
এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে
এসেছি বাঙালি জোড়বাংলার মন্দির বেদি থেকে।
এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে
এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে।
আমি তো এসেছি সার্বভৌম বারোভূঁইয়ার থেকে
আমি তো এসেছি ‘কমলার দীঘি’ ‘মহুয়ার পালা’ থেকে।
আমি তো এসেছি তিতুমীর আর হাজী শরীয়ত থেকে
আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে।
এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্যসেনের থেকে
এসেছি বাঙালি জয়নুল আর অবনঠাকুর থেকে।
এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে
এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে।
আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে
আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে।
এসেছি আমার পেছনে হাজার চরণচিহ্ন ফেলে
শুধাও আমাকে ‘এতদূর তুমি কোন প্রেরণায় এলে?
তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই-
‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’
একসাথে আছি, একসাথে বাঁচি, আজো একসাথে থাকবোই
সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবোই।
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের-
কখনোই ভয় করিনাকো আমি উদ্যত কোনো খড়গের।
শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস;
অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ;
একই হাসিমুখে বাজায়েছি বাঁশি, গলায় পরেছি ফাঁস;
আপোষ করিনি কখনোই আমি- এই হ’লো ইতিহাস।
এই ইতিহাস ভুলে যাবো আজ, আমি কি তেমন সন্তান?
যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান;
তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি-
চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস পায়ে ঊর্বর পলি।”
লেখক : প্রাবন্ধিক
পাঠকের মতামত:
- আগে তথ্য লুকানোর চেষ্টা করা হয়েছে: অর্থ উপদেষ্টা
- তিন বিভাগে বৃষ্টি, কমতে পারে রাতের তাপমাত্রা
- এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি লাখ ছুঁই ছুঁই
- পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১২ হাজার ৪৯৫ কোটি টাকা
- অবৈধ বাংলাদেশিদের আটক রাখতে ‘ডিটেনশন সেন্টার’ বানাবে মহারাষ্ট্র
- সাকিব-তামিম চ্যাম্পিয়নস ট্রফির জন্য ‘অ্যাভেইলেবল’: বিসিবি সভাপতি
- এশিয়া কাপজয়ীদের ৩ লাখ করে পুরস্কারের ঘোষণা বিসিবির
- জনগণের সঙ্গে প্রতারণার কোনো সুযোগ আর নেই: সাকি
- গণঅভ্যুত্থানে শহীদদের খসড়া তালিকা প্রকাশ, দেওয়া যাবে মতামত ও তথ্য
- জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে হবে না: ড. মুহাম্মদ ইউনূস
- ‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি : জাতীয় নাগরিক কমিটি
- চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত
- সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির বৈঠক
- গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
- মাওলানা সাদের অনুসারী মোয়াজ বিন নুর গ্রেপ্তার
- আরও আগেই আমার ইউক্রেন আক্রমণ করা উচিত ছিল: পুতিন
- টেস্ট ও ওয়ানডে থেকে আত্মবিশ্বাস নিয়েছেন, বলছেন লিটন
- গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান ড. ইউনূসের
- এটা আমার জীবনের লাস্ট ইনিংস: মাহমুদুর রহমান
- হাসিনাকে উৎখাত করে ইকোনমিস্টের ‘কান্ট্রি অব দ্য ইয়ার’ বাংলাদেশ
- সাবেক এমপি আনারের দেহাংশের সঙ্গে আংশিক মিলেছে মেয়ের ডিএনএ
- ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- নিয়ন্ত্রণে আসেনি রেস্টুরেন্টের আগুন, ৬ জনকে উদ্ধার
- চাল-মুরগির দাম বাড়তি, বোতলজাত সয়াবিনের সরবরাহ এখনো কম
- বেনাপোল সীমান্তে ছয় ঘণ্টার ব্যবধানে মিলল তিন মরদেহ
- ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪
- আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে অশ্বিন
- অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ের পর বৃষ্টি বাধা, ভেসে গেল ব্রিসবেন টেস্ট
- বাড়ছে শীত বাড়ছে শিশুদের ঠাণ্ডাজনিত রোগ
- ব্যবসায়ীরা খুব শক্তিশালী, সেটা ভাঙা সহজ না : অর্থ উপদেষ্টা
- কেউ নির্বাচন করতে চাইলে ক্ষমতা ছেড়ে করতে হবে: সাখাওয়াত হোসেন
- মোদির বিতর্কিত পোস্ট : মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল সরকার
- শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র
- ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আ.লীগের গুম-খুনের জবাব দেব: তারেক রহমান
- কায়রোতে প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার মন্ত্রীর সাক্ষাৎ
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে
- রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত
- ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
- এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ৩ দিনের রিমান্ডে
- সাদপন্থিদের ধৈর্য ধরতে বললেও কথা রেখেনি : হাসনাত আব্দুল্লাহ
- গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ
- ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
- কর্মীদের বেতন বাড়ালেন বিসিবি প্রেসিডেন্ট, সর্বোচ্চ ৫০%
- ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ
- ইজতেমা মাঠ দখল নিয়ে মুসল্লিদের দুপক্ষের সংঘর্ষ, নিহত ২
- স্কুলে ভর্তির জন্য নির্বাচিত ৩ লাখ ৬ হাজার শিক্ষার্থী
- নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন : সিইসি
- স্ত্রী ও ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
- হাসিনা-রেহানা-জয়ের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত
- তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে আনা সংশোধনী অবৈধ: হাইকোর্ট
- ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে মাতোয়ারা লাখো জনতা
- ভানুয়াতুর রাজধানীতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- আসাদ বললেন তিনি কখনোই রাশিয়ায় পালাতে চাননি
- মালয়েশিয়াকে ২৯ রানে গুটিয়ে ১২০ রানে জিতল বাংলাদেশ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টি
- পুলিশ ভেরিফিকেশন তুলে দেয়া হবে: কমিশন
- সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন স্থগিত থাকবে
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির আ. লীগ সরকারের ১২ মন্ত্রীসহ ১৬ জন
- বিডিআর হত্যাকাণ্ড : ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন
- পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়
- বিজয় দিবস উপলক্ষে বিএসইসির আলোচনা সভা
- ছাত্রলীগের সাবেক ক্যাডারকে আর্থিক গোয়েন্দার প্রধান করতে ফ্যাসিস্টরা তৎপর
- নাইজারে সন্ত্রাসীদের হামলায় নারী-শিশুসহ নিহত ৩৯
- স্মৃতিসৌধে নাশকতার অভিযোগে আ. লীগ নেতাসহ আটক ৮
- বিজয়ের দিনে এলো আরেকটি জয়
- বিজয়ের দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়
- মোদির দাবি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি: হাসনাত আব্দুল্লাহ
- সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ
- হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল
- দেশের প্রথম ও প্রধান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান : আমীর খসরু
- বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- বিজয় দিবস নিয়ে মোদির পোস্ট: কড়া প্রতিবাদ আসিফ নজরুলের
- ২০২৫ সালের শেষ অথবা ’২৬-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন: ড. ইউনূস
- পাঁচ কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকে উত্থান
- দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৩৮ কোটি ডলার
- কর্মীদের বেতন বাড়ালেন বিসিবি প্রেসিডেন্ট, সর্বোচ্চ ৫০%
- ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে মাতোয়ারা লাখো জনতা
- ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ
- ইজতেমা মাঠ দখল নিয়ে মুসল্লিদের দুপক্ষের সংঘর্ষ, নিহত ২
- শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র
- ২০২৫ সালের শেষ অথবা ’২৬-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন: ড. ইউনূস
- ছাত্রলীগের সাবেক ক্যাডারকে আর্থিক গোয়েন্দার প্রধান করতে ফ্যাসিস্টরা তৎপর
- বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- আরও আগেই আমার ইউক্রেন আক্রমণ করা উচিত ছিল: পুতিন
- এটা আমার জীবনের লাস্ট ইনিংস: মাহমুদুর রহমান
- ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিজয় দিবস নিয়ে মোদির পোস্ট: কড়া প্রতিবাদ আসিফ নজরুলের
- বিডিআর হত্যাকাণ্ড : ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন
- বঙ্গোপসাগরে লঘুচাপ, শুক্রবার থেকে সারাদেশে বৃষ্টি
- ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আ.লীগের গুম-খুনের জবাব দেব: তারেক রহমান
- নাইজারে সন্ত্রাসীদের হামলায় নারী-শিশুসহ নিহত ৩৯
- স্মৃতিসৌধে নাশকতার অভিযোগে আ. লীগ নেতাসহ আটক ৮
- সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ
- হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল
- আসাদ বললেন তিনি কখনোই রাশিয়ায় পালাতে চাননি
- মোদির দাবি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি: হাসনাত আব্দুল্লাহ
- পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়
- পুলিশ ভেরিফিকেশন তুলে দেয়া হবে: কমিশন
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির আ. লীগ সরকারের ১২ মন্ত্রীসহ ১৬ জন
- ডি-৮ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা