thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ক্যালিসের রেকর্ড

২০১৩ ডিসেম্বর ২৮ ১৭:২১:০২
ক্যালিসের রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক : টেস্ট ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২০০তম ক্যাচ ধরার রের্কড গড়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। ভারতের বিপক্ষে বিদায়ী টেস্টে এই কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

জেপি ডুমিনির বলে রবীন্দ্র জাদেজা তালুবন্দী হয়েছেন ক্যালিসের হাতে। এর মধ্যদিয়ে ২০০ তম ক্যাচ ধরার রেকর্ড পূর্ণ করেছেন তিনি। ১৬৪ টেস্টে ২১০টি ক্যাচ নিয়ে তার আগে রয়েছেন ভারতের রাহুল দ্রাভিড়।

এদিকে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা ক্যালিসকে ‘গার্ড অব অনার’ দিয়েছে প্রতিপক্ষ ধোনি বাহিনীর ক্রিকেটাররা। এক কথায়, ব্যাটিংয়ে নামার সময় ডারবানের পুরো মাঠই তাকে সম্মান জানিয়েছে।

৩৮ বছর বয়সী জ্যাক ক্যালিস অবসর ঘোষণা করলেও ২০১৫ সালে বিশ্বকাপ খেলার আশাবাদ ব্যক্ত করেছেন। সবমিলে ১৬৬ টেস্ট খেলেছেন তিনি।

টেস্ট ক্রিকেট থেকে ক্যালিসের অবসরের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সাবেক সতীর্থরা। সাবেক পেসার শন পোলক তার টুইট বার্তায় সম্মান জানিয়েছেন ক্যালিসকে। আর ক্যালিস সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি ক্রিস্টেন।

(দ্য রিপোর্ট/এমআই/সিজি/নূরুল/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর