thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

জয়ে শুরু শেখ জামালের

২০১৩ ডিসেম্বর ২৮ ১৯:৫৬:৪১
জয়ে শুরু শেখ জামালের

দ্য রিপোর্ট প্রতিবেদক : জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শনিবার ফেডারেশন কাপ জয়ীরা ৩-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

কাগজে-কলমে নিঃসন্দেহে মৌসুমের শক্তিশালী দল গড়েছে শেখ জামাল। বছরের প্রথম আসর ফেডারেশন কাপ জিতে তার প্রমাণও দিয়েছে অভিজাত পাড়ার দলটি। কিন্তু লিগে নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির দল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে শুরুতে অপরিচিত মনে হয়েছে নীল-হলুদ শিবিরের ফুটবলারদের। যদিও ১৪ মিনিটে প্রথম গোল পেয়েছিল তারা। লিংকনের ক্রসে আলতো টোকায় চট্টগ্রামের জাল কাঁপিয়েছিলেন শেখ জামালের অধিনায়ক নাসির উদ্দিন চৌধুরী।

বিরতির পর আলোক স্বল্পতার জন্য ৭ মিনিটের মতো বন্ধ থাকে খেলা। আর এই অর্ধে ছন্দে ফিরেছে ফেভারিটরা। ৫০ মিনিটে সুযোগ কাজে লাগিয়েছে শেখ জামাল। সোহেলের ক্রসে সুযোগের সদ্ব্যবহার করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ডার্লিংটন। ৬৮ মিনিটে নাইজেরিয়ান মিডফিল্ডার আলি আবদুল্লাহীর শট চট্টগ্রাম আবাহনীর ক্রসবারে লেগে ফিরে এসেছে। ফিরতি বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠিয়েছেন ডার্লিংটন। ৭২ মিনিটে শেখ জামালের বক্সে নাসির চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড সোহেল মিয়াকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টির নিদের্শ দিয়েছেন রেফারি জসিমুদ্দিন। স্পট কিক থেকে গোল করে হারের ব্যবধান কমিয়েছেন আহসানুল হক মিলন।

জয় পেলেও প্রতিপক্ষের প্রশংসা করতে ভুলেননি শেখ জামালের নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘দল ভালো খেলেছে। জয় পেয়েছি, আমি খুশি। প্রতিপক্ষও ভালো খেলেছে। চোটের কারণে এই ম্যাচে মামুনুল ও সনি নর্দে খেলতে পারেননি। তাদের অভাব লক্ষ্য করা গেছে।’

অন্যদিকে চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক কোচ আবু তাহের সিদ্দিক বলেছেন, ‘আমাদের দলে চোট সমস্যা রয়েছে। প্রথম গোল হজম করাতে খেলোয়াড়দের মনোবলে চিড় ধরেছিল। তারপরও দল লড়াই করেছে। প্রতিপক্ষের অভিজ্ঞতা ও ফিটনেসের কাছেই হেরেছি আমরা।’

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর