thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

১২তম জামাল

২০১৩ ডিসেম্বর ২৯ ১৮:১৬:২৯
১২তম জামাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : কলকাতায় অনুষ্ঠিত ম্যাকলেওড রাসেল ট্যুর চ্যাম্পিয়নশিপে শেষটা ভালো হয়নি জামাল হোসেন মোল্যার। রবিবার শেষ রাউন্ডে পারের চেয়ে একশট কম খেলেছেন বাংলাদেশের এই গলফার। তবে ৪ রাউন্ড মিলিয়ে ৫ শট এগিয়ে থাকলেও যুগ্মভাবে ১২তম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন পিজিটিআই ‌র‌্যাঙ্কিয়ের ষষ্ঠ স্থানে থাকা এই গলফার।

বাংলাদেশের আরেক গলফার সাখাওয়াত হোসেন সোহেল যুগ্মভাবে ৫৭তম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন। শেষ রাউন্ডে সোহেল পারের চেয়ে ৩ শট বেশি খেলেছেন। ১৭ শট এগিয়ে থেকে ১ কোটি ৩৫ লাখ রুপীর টুর্নামেন্টের শিরোপা জিতেছেন স্বাগতিক গলফার অনির্বাণ লাহিড়ি। শেষ রাউন্ডে তিনি পারের চেয়ে ৩ শট কম খেলেছেন।

শেষ রাউন্ডে জামাল প্রথম হোলে একটি বার্ডি আদায় করেছেন। পঞ্চম হোলে একটি বগি করলেও নবম হোলে আবার বার্ডি পেয়েছেন। পরে ১১ ও ১৪তম হোলে ২টি বগির বিপরীতে ১৫ ও ১৭তম হলে বার্ডি তুলে নিয়েছেন। ১৮ হোলের খেলায় ৭২ শট নির্ধারিত থাকলেও ৭১শটে শেষ করতে পেরেছেন বাংলাদেশের এই গলফার।

অন্যদিকে সোহেল শেষ রাউন্ডে ২টি বার্ডির বিপরীতে ৩টি বোগি ও একটি ডাবল বোগি পেয়ে ৩ শট বেশি খেলেছেন। সব মিলিয়ে ১৪ শট বেশি খেলেছেন তিনি।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সাদিক/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর