thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

বিদায়ী টেস্টে ক্যালিসের সেঞ্চুরি

২০১৩ ডিসেম্বর ২৯ ১৮:৫০:৪১
বিদায়ী টেস্টে ক্যালিসের সেঞ্চুরি

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের বিপক্ষে টেস্ট খেলে সরে দাঁড়াবেন বলে আগেই ঘোষণা দিয়েছিলেন জ্যাক ক্যালিস। বিদায়ী টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে মুহূর্তটি স্মরণীয় করে রেখেছেন এই অলরাউন্ডার। ধীরস্থির ও স্ট্যাইলিশ ক্যালিস সঙ্গে পূর্ণ করেছেন ক্যারিয়ারের ৪৫তম টেস্ট সেঞ্চুরি।

জাদেজার বলে উইকেটের পেছনে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির গ্ল্যাভসে বন্দী হওয়ার আগে ১১৫ রান করেছেন ক্যালিস। তার দৃষ্টিনন্দন ইনিংসে কোনো ছয় না থাকলেও ১৩টি চারের মার ছিল।

সেঞ্চুরির মধ্যদিয়ে ভারতের রাহুল দ্রাবিড়কে টপকে টেস্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে জায়গা করে নিয়েছেন ক্যালিস। ১৬৬ টেস্টে ১৩২৮৯ রান করেছেন তিনি। আর ২ টেস্ট কম খেলে রাহুলের সংগ্রহ ১৩২৮৮ (চতুর্থ)।

সবার আগে রয়েছেন শচিন টেন্ডুলকার। ২০০ টেস্টে তার সংগ্রহ ১৫২২১ রান। আর দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের রান ১৩৩৭৮ (১৬৪ টেস্ট)।

(দ্য রিপোর্ট/সিজি/ওআইসি/রাসেল/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর