thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

বিয়েতে ওজন বাড়ে!

২০১৩ ডিসেম্বর ৩১ ০৬:০২:২৯
বিয়েতে ওজন বাড়ে!

দ্য রিপোর্ট ডেস্ক : বিয়ে সবার জীবনেই সবচেয়ে আনন্দময় ঘটনার একটি। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে বিয়ের পর বেশিরভাগেরই ওজন বাড়ে। বিয়ের পর প্রথম বছরে গড়ে ওজন বাড়ে প্রায় ৪ পাউন্ড। আর চার বছরের মধ্যে প্রায় ১৪ পাউন্ড ওজন বাড়ে।

এক হাজার জনের ওপর করা এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, ওজন বাড়ার প্রধান কারণ হচ্ছে দুজনের একত্রে অনেক সময় ব্যয় করা এবং একত্রে টিভির সামনে বসে খাবার খাওয়া।

মেয়েদের বেলায় অবশ্য আরও একটি কারণ আছে- সন্তানের জন্ম দেওয়া।

জরিপে ৭২ শতাংশের মতে, পার্টনার কিংবা সঙ্গী খুঁজে পাওয়ার আগে তাদেরকে স্লিম থাকার জন্য চাপে থাকতে হয়। কারণ মুটিয়ে গেলে পছন্দসহ সঙ্গী খুঁজে পাওয়া যাবে না।

অন্যদিকে, ৮২ শতাংশের মতে, বিয়ে কিংবা একটি স্থিতিশীল সম্পর্কের ফলে তাদের ওজন বেড়ে যায়।

গবেষণায় দেখা গেছে, স্বামী বা বয়ফ্রেন্ড মুটিয়ে গেলে মেয়েরা নিজেদের স্লিম থাকার ব্যাপারে আর চাপ অনুভব করে না।

(দ্য রিপোর্ট/জেএম/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

ফিচার এর সর্বশেষ খবর

ফিচার - এর সব খবর