thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১,  ১৫ রবিউল আউয়াল 1446

‘একজনের বাড়িও গোপালগঞ্জে নয়’

২০১৩ ডিসেম্বর ৩১ ১৩:৫১:৫১
‘একজনের বাড়িও গোপালগঞ্জে নয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন যে পুলিশ কর্মকর্তাদের গোপালী বলেছেন তাদের একজনের বাড়িও গোপালগঞ্জ নয় বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘বেগম জিয়ার বেদনা আছে, কষ্ট আছে। তার দুটি ছেলেই দেশের বাইরে। ভাইটিও মারা গেছেন। এ জন্য আমরা সমব্যথী। তিনি একজন দায়িত্বশীল নেত্রী, কথা বলার ক্ষেত্রে তাকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। যা বলা হয়েছে তা আর বলতে চাই না। তিনি সেদিন যে অফিসারদের গোপালী বলে অশালীন কথাবার্তা বললেন; আমরা খোঁজ-খবর নিয়ে দেখেছি, তারা একজনও গোপালগঞ্জের লোক নয়।’

উল্লেখ্য, ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে অংশ নিতে গুলশানের বাড়ির সামনেই পুলিশি বাধার মুখে পড়েন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এ সময় গাড়ি থেকে নেমে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।এক পর্যায়ে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘দেশ কোথায়? গোপালী? গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জ আর থাকবে না।’

বেগম জিয়ার এ বক্তব্যে বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

বেগম জিয়াকে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যোগ দিতে দেওয়া হয়নি কেন? জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি যে অনুষ্ঠানে যাবেন পুলিশ তো সেই অনুষ্ঠানের অনুমতি দেয়নি। তিনি পল্টনের যে অনুষ্ঠানে যাবেন সেখানে ১০টায় ১০ জন, ১১টায় ১১ জন মানুষও খুঁজে পাওয়া যায়নি। তিনি কোথায় যাবেন। এ ছাড়া তিনি বারবার নিরাপত্তা বাড়ানোর অনুরোধ করেছেন।’

বিরোধী দলের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ বদলে ‘অভিযাত্রার গণতন্ত্র’ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি উপলক্ষে সরকার সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা যান চলাচল বন্ধের নির্দেশনা দিয়েছি, এটা কেউ বলতে পারবে না। এ কর্মসূচি ঘিরে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে তাতে যানবাহন চালাতে মালিকরা হয়ত নিরাপদ বোধ করেননি।’ কুয়াশার কারণে ওই সময় লঞ্চ বন্ধ ছিল বলেও দাবি করেন তিনি।

১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধে সরকারের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আগের মতো একই রকম প্রস্তুতি আছে। র‌্যাব-পুলিশ কঠোর অবস্থানে থাকবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘৫ বছরে আমাদের সফলতা আছে। সীমাবদ্ধতা ও ব্যর্থতাও আছে। সরকার অভ্রান্ত নয়, ভুল-ত্রুটি হতেই পারে। আমাদের ভুল শুদ্ধ করার প্রয়াশ ছিল। নতুন বছরে তা আরও জোরালো হবে।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/শাহ/ডিসেম্বর ৩১,২১০৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর