thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

এনসিএল শুরু নিয়ে শঙ্কা!

২০১৩ ডিসেম্বর ৩১ ১৯:০৪:৪২
এনসিএল শুরু নিয়ে শঙ্কা!

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিজয় দিবস টোয়েন্টি২০ টুর্নামেন্ট শুরু হল, শেষও হয়ে গেছে। কিন্তু জানুয়ারির মাঝামাঝি যে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হওয়ার কথা; তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা! বিসিবির আগাম পঞ্জিকা অনুযায়ী ১৪ জানুয়ারি লিগ শুরু করার কথা। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তা বাস্তবায়ন নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে বিসিবি।

বিশ্বকাপ প্রস্তুতি কথাই বেশি ভাবতে হচ্ছে বাংলাদেশকে। সেই কারণেই শ্রীলঙ্কা সিরিজের আগে লম্বা ফাঁকা সময়ে জাতীয় ক্রিকেট লিগের কথা ভাবা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তেমন কোনো আসর আয়োজনের নিশ্চয়তা মিলছে না। অর্থাৎ টোয়েন্টি২০ টুর্নামেন্ট শেষে ২৪ জানুয়ারি শ্রীলঙ্কা দল বাংলাদেশে না আসা পর্যন্ত ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক কোনো আসর নাও পেতে পারে। প্রায় ২৪দিন তারা অনুশীলন-জিমে কাটাবে। ফলে এনসিএল আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। কিন্তু এখন যে রাজনৈতিক পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে লিগ নাও শুরু হতে পারে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটারদের অনেকটা না খেলেই শ্রীলঙ্কাকে সামাল দিতে হবে।

বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে সরাসরিই বলেছেন, ‘দেশের যে অবস্থা এখন তাতে কোনোভাবেই জানুয়ারির মাঝামাঝি কোনো টুর্নামেন্ট বা লিগ হওয়ার সম্ভাবনা নেই।’ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গাজী গোলাম মর্তুজা পাপ্পা সরাসরি না বললেও তেমন ইঙ্গিতই দিয়েছেন। বলেছেন, ‘মাত্র বিজয় দিবস টোয়েন্টি২০ টুর্নামেন্ট শেষ হচ্ছে। কয়েকটা দিন ক্রিকেটারদের বিশ্রাম দিতে হবে। এরপর জানুয়ারির মাঝামাঝি যে জাতীয় লিগ শুরু করার পরিকল্পনা করা হয়েছে তা নিয়ে ভাবা হচ্ছে। যদি নিরাপত্তা বিষয়, সবকিছু ঠিকঠাক থাকে তাহলে লিগ হবে।’

৫ জানুয়ারি জাতীয় নির্বাচন। বিএনপি-জামাত নির্বাচনে না আসায় হয়ত আরো কিছুদিন দেশের অবস্থা অস্থির থাকতে পারে। সেক্ষেত্রে মাঝের মাঝামাঝি সময়ও অতিক্রম করতে পারে। তখন আর জাতীয় লিগ জানুয়ারিতে শুরু করা যাবে না। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, ‘আসলে সামনে নির্বাচন। নির্বাচনের পর দেশের কী অবস্থা হয় তাও বিবেচনার বিষয়। দেখা যাক শেষপর্যন্ত কী হয়।’

(দ্য রিপোর্ট/এমএ/এএস/সিজি/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর