thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

কুয়েতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

২০১৩ অক্টোবর ২৮ ১৫:৩৪:০৫
কুয়েতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

দিরিপোর্ট২৪ ডেস্ক : কুয়েতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৬ জন। ধারণা করা হচ্ছে আহতরা সবাই এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। থবর গালফ নিউজের।

পাকিস্তানি মিনিবাস চালক ২০ জন শ্রমিক নিয়ে শনিবার সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছিলেন। ঐ সময় একটি ট্রাক আঘাত করলে দূর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে চার জন নিহত হন।

পুলিশ জানিয়েছে, নিহত চার বাংলাদেশির বয়স ৩২ থেকে ৪৮ বছরের মধ্যে। নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায় নি। আহতরা ভারত ও পাকিস্তানের নাগরিক বলে জানায় রবিবারের আরবি দৈনিক সাবক ।

আশংকা করা হচ্ছে , নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হাসপাতাল সূত্র জানায়, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। দূর্ঘটনার পর দ্রুত ১৯টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়।

উপসাগরের তেলসমৃদ্ধ দেশ কুয়েতে ২২ লাখ বিদেশি কাজ করেন। এদের মধ্যে অনেক বাংলাদেশি শ্রমিক রয়েছেন। এদিকে নিহতদের পরিচয় শনাক্তের পর লাশ দেশে ফেরত পাঠানো হবে।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমডি/অক্টোবর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

প্রবাস কথা এর সর্বশেষ খবর

প্রবাস কথা - এর সব খবর