thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

এক মাসে স্পেনের ৬ কোটি ফোনে আড়ি

২০১৩ অক্টোবর ২৮ ১৭:১৩:১৭
এক মাসে স্পেনের ৬ কোটি ফোনে আড়ি

দিরিপোর্ট২৪ ডেস্ক : একে একে পৃথিবীর বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের আড়িপাতার বিষয়টি ফাঁস হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার স্পেনের ৬ কোটি ফোনে আড়িপাতার বিষয়টি ফাঁস হলো। খবর বিবিসির।

সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যের বরাত দিয়ে স্পেনের একটি দৈনিক এ তথ্য জানায়। দৈনিকটির প্রতিবেদনে বলা হয়, মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এক মাসে (২০১২ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ৮ জানুয়ারি পর্যন্ত) স্পেনের ৬ কোটি ফোনে আড়ি পাতে।

প্রতিবেদনে জানানো হয়, এনএসএ ফোন প্রদানকারী ও গ্রহণকারী উভয়ের নাম্বার ও অবস্থান সংগ্রহ করে।

ইউরোপীয় দেশগুলোর ওপর এ নজরদারির ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন ওয়াশিংটনের সঙ্গে সিরিজ আলোচনায় বসবে।

স্পেনের এ ঘটনা প্রকাশের দিনই জাপানি বার্তাসংস্থা কোয়াডো যুক্তরাষ্ট্রের আড়িপাতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে। সংস্থাটি জানায়, ২০১১ সালে জাপান সরকারকে ফাইবার-অপটিক ক্যাবলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সরবরাহ করার ব্যাপারে সহযোগিতা করার প্রস্তাব দেয় এনএসএ। কিন্তু জাপান সরকার এ প্রস্তাবে রাজি হয়নি।

প্রতিবেদনে বলা হয়, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এশিয়া-প্যাসিফিক অঞ্চলে, মূলত চীনের ওপর নজরদারি করতে চেয়েছিল।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর