thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৮ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

এই সরকার ডিজিটাল ফ্যাসিবাদী : আলাল

২০১৩ অক্টোবর ৩০ ১৮:০৪:৪০
এই সরকার ডিজিটাল ফ্যাসিবাদী : আলাল

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘এই সরকার ডিজিটাল ফ্যাসিবাদী সরকার। দেশের সকল মানুষ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের অপেক্ষায় আছে। কিন্তু সরকার তাতে কর্ণপাত না করে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে।’

দিরিপোর্ট২৪ এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আলাল এ মন্তব্য করেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেকটা আত্মগোপনে থাকা এই নেতা সরকারকে ডিজিটাল ফ্যাসিবাদী বলার কারণ উল্লেখ করে বলেন, ‘দেশের মানুষ ১৯৭১-৭৫ এবং ১৯৯৬-২০০১ পর্যন্ত ম্যানুয়ালি আওয়ামী লীগের ফ্যাসিবাদ দেখেছে। এবার ডিজিটাল স্লোগান নিয়ে তারা ফ্যাসিবাদী আচরণ করছে।’

২৭ অক্টোবরের পর থেকে বর্তমান সরকারকে ‘অবৈধ’ বলার কারণ কী? উত্তরে যুবদলের সভাপতি বলেন, ‘৭৫ সালে এই আওয়ামী লীগ মহান সংসদে পাঁচ মিনিটের মধ্যে বাকশাল তৈরি করেছিল। এবার ক্ষমতায় এসে আবারও ১৩ মিনিটে সংবিধানকে অবৈধভাবে সংশোধন করে। সরকার ক্ষমতায় এসেছে পঞ্চদশ সংশোধনীর আগে। তাই এই সরকারের মেয়াদ ৪ বছর ৯ মাস। সেই হিসেবে আমরা বলছি, বর্তমান সরকার অবৈধ।’

সরকার তো সাংবিধানিক নিয়ম মেনেই সংবিধান সংশোধন করেছে ...। জবাবে আলাল বলেন, ‘৭৫ সালে সাংবিধানিকভাবেই বাকশাল করা হয়েছিল।’

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ফোনালাপ বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের নেত্রীকে নৈশভোজের দাওয়াত দিয়েছেন। নির্দলীয় সরকার কিংবা নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কথা বলেননি। উল্টো আমাদের নেত্রীই এই বিষয়ে শেখ হাসিনাকে বলেছিলেন। কিন্তু তিনি তাতে রাজি হননি। অথচ মিডিয়াতে ছড়ানো হচ্ছে যে, আওয়ামী লীগের দাওয়াত আমরা রক্ষা করিনি। এটি সম্পূর্ণ মিথ্যা কথা।

তিনি আরো বলেন, ‘আমাদের নেত্রী বলেছিলেন, যদি সরকার নীতিগতভাবে নির্দলীয় সরকারের বিষয়ে কথা বলতে আন্তরিক হয় তাহলে আমরা হরতাল প্রত্যাহার করতে পারি। কিন্তু দাওয়াত খাওয়ার জন্য তো দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আন্দোলনের ধারাকে ব্যাহত করা যায় না।’

সরকারের পক্ষ থেকে দেওয়া দাওয়াতকে অনেকটা ‘চড়ুইভাতি’র সঙ্গে তুলনা করেন মোয়াজ্জেম হোসেন আলাল।

(দিরিপোর্ট২৪/বিকে/এমএআর/অক্টোবর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর