thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

তালেবানদের সঙ্গে আলোচনায় বসছে আফগান সরকার

২০১৩ অক্টোবর ৩০ ২০:৪০:৫৭
তালেবানদের সঙ্গে আলোচনায় বসছে আফগান সরকার

দিরিপোর্ট২৪ ডেস্ক : তালেবানদের সামরিক শাখার নেতা মোল্লা বারাদরের সঙ্গে আলোচনা করতে আফগান সরকারের শান্তি আলোচকরা শিগগিরই পাকিস্তান যাচ্ছেন। খবর ডননিউজের।

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এক বার্তায় জানান, লন্ডনে মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে আলোচনার পর আমরা এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছি।

আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে গত সেপ্টেম্বরে পাকিস্তানের জেলে থাকা তালেবান নেতা মোল্লা বারাদরকে মুক্তি দেয় পাকিস্তান। কিন্তু জেল থেকে মুক্তি দিলেও পাকিস্তান সরকার তাকে গৃহবন্দী করে রেখেছে।

কারজাইয়ের অফিসিয়াল বার্তায় বলা হয়, শিগগিরই শান্তি কমিটি মোল্লা বারাদরের সঙ্গে পাকিস্তানে সাক্ষাৎ করবে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর