thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

মাওয়ায় ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

২০১৪ জানুয়ারি ১৮ ০৮:৫৭:৫৪
মাওয়ায় ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এ নৌরুটে লঞ্চ ও সি-বোর্ড চলাচলও বন্ধ রয়েছে।

শুক্রবার রাত পৌনে ১টার দিকে মাঝ পদ্মায় মাগুরখণ্ড ও হাজরা চ্যানেলে ১২টি ফেরি কুয়াশার কারণে নোঙর করে রাখতে হয়। নৌরুটের লঞ্চ, সি-বোর্ড ও ইঞ্জিনচালিত ট্রলার চলাচলও বন্ধ রাখা হয়েছে।

মাওয়া প্রান্তের বিআইডব্লিউটিসির এসিস্ট্যান্ট ম্যানেজার (বাণিজ্য) চন্দ্র শেখর জানান, কুয়াশার কারণে বয়া-বাতি দেখতে না পাওয়ায় পদ্মার দুটি পয়েন্টে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, মখদুম, রানীগঞ্জ, রানীক্ষেত, কনকচাঁপা, কলমীলতাসহ ১২টি ফেরি বেশ কিছু যানবাহন নিয়ে নোঙর করে রাখে। ফেরিগুলোতে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি।

তিনি আরও জানান, দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় মাওয়া ও কাওড়াকান্দি ঘাট এলাকায় প্রায় ৫০০ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএস/এএস/শাহ/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর