thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

ময়মনসিংহে আগুনে পুড়ে গেছে ২০ দোকান ও বসতঘর

২০১৪ জানুয়ারি ১৮ ১১:২৩:৩১
ময়মনসিংহে আগুনে পুড়ে গেছে ২০ দোকান ও বসতঘর

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের কাশিগঞ্জ বাজারে শুক্রবার রাতে আগুনে ২০ দোকান ও বসতঘর পুড়ে গেছে।

খবর পেয়ে ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ ও নেত্রকোনা থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আগুনে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্তরা জানান, ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হবে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে ধারণা করছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারের হুমায়ুনের হার্ডওয়ারের দোকান থেকে বিদ্যুতের শর্টসার্কিটে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের সার, ডিজেল, মনিহারি দোকান ও বাসাবাড়িতে। খবর পেয়ে ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ ও নেত্রকোনা থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব পুড়ে যায়। এতে কমপক্ষে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্তরা জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করতেই দুটি নষ্ট হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।

(দ্য রিপোর্ট/এআর/এএস/শাহ/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর