thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

আনজীর লিটনের একগুচ্ছ ছড়া

২০১৪ জানুয়ারি ২১ ১৪:০১:৩৬
আনজীর লিটনের একগুচ্ছ ছড়া












মাঝির সাগর দেখা


একটা মাঝি দেখতে গেছে
সাগর বুকে কী কী আছে
দেখল শুধু পানি আছে
নীল নীল নীল

আরেক মাঝি দেখতে গেছে
সাগর বুকে কী কী আছে
দেখল শুধু পানি আছে
নীল নীল নীল

শুধুই পানি? ধরল বাজি
এবার গেছে অন্য মাঝি
সাগর বুকে কী কী আছে
নীল নীল নীল

তিনটা মাঝি দেখল সাগর
নীল নীল নীল
পানির সাথে নেই তো রঙে
মিল মিল মিল।













খোকার ছড়া খুকুর ছড়া

সেই যে কবে-
খোকা ঘুমাল পাড়া জুড়াল বর্গী এলো দেশে
সব বর্গী তাড়িয়ে দিলো বলতে পার কে সে?
সেই তো খোকা, মায়ের খোকন ছড়ায় চিনি যাকে
দুধমাখা ভাত কাক খেয়েছে শুনছি মায়ের ডাকে।

খোকনই তো জেগে ওঠে লক্ষ খোকন নিয়ে
বর্গী তাড়ায় যুদ্ধ করে বুকের সাহস দিয়ে।
খোকনরা তো দিনে দিনে অনেক বড় হয়
এই খোকনই রাজপুত্তুর বিশ্ব করে জয়।
ছড়ায় চেনা এই খোকনই শ্বশুরবাড়ি যায়
হুলো বেড়াল কোমর বেঁধে সঙ্গে যেতে চায়!














খোকার বোন খুকু আছে তাকেও চেন নাকি?
কদমবনে ফুল ফুটে তাই ঘুম দিয়েছে ফাঁকি।
খুকুর চোখে ঘুম জড়াতে ডাকছে খুকুর মা-য়
সোনার পিঁড়ি পেতে দেবো খুকুর কাছে আয়।
ভোর হলে দোর খুললো যখন খুকুমণি ওঠে
জুইশাঁখে ফুল দেখতে খুকু রোজ সকালে ছোটে।
এই খুকুটাই বড় হয়ে টায়রা মাথায় দিয়ে
বউ সেজে যায় শ্বশুরবাড়ি পালকি সাথে নিয়ে।
খুকু খুকু অনেক খুকু ছড়ায় যাদের চিনি
ভীরু তারা নয়কো মোটে অনেক সাহসিনী!

একাত্তরের কথাই যদি ধরো,
কী সাহসে লড়াই করে দিনটা মনে করো।
খোকা আছে খুকু আছে বিজয় হাসি আছে
খোকা আছে খুকু আছে ফুলের রাশি আছে।

কীসের এত ভয়?
খোকা খুকুর সাহস দিয়ে দেশ করেছি জয়!














আমরা সবাই খুশি


যদি এই পৃথিবী সাগর হতো
সাগর হতো কালি
বাতাস ছাড়া গাছের ডালে
ফুটত ডিমের হালি।
আকাশ হতো ফুলের বাগান
চাঁদটা হতো রুটি
সূর্য পাহাড় থাকত না আর
থাকত মেঘের ছুটি!

তখন পানি কোথায় পেতাম বল
পান করতাম কী?
তারচে’ভালো এতেই খুশি
যা যা পেয়েছি।


লেখক পরিচিতি : আনজীর লিটন ১৯৬৫ সালের ১৭ জুন ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের তীরে জন্মগ্রহণ করেন। তার শৈশব-কৈশোর কেটেছে গ্রামে। আনজীর লিটনের প্রথম লেখা প্রকাশিত হয় ‘দৈনিক জাহান’-এ। পড়াশুনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞানে। প্রথম বই ‘খাড়া দুটো শিং’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। তার উল্লেখযোগ্য বই : আগে গেলে বাঘে খায়, বিড়ালটি সিমকার্ড খেয়ে ফেলেছে, সাদা গাছের পাতা, সবুজ ঘাসের সাইকেল, গুড বয় ব্যাড বয়, ছোটদের নাটিকা, ভূতের গলির ভূত, প্রিয় ছন্দে নতুন দোলা, রঙের পুকুর, লালপরীর লাল টমেটো, রঙের দেশে তুলির রাজা প্রভৃতি। লিখেছেন নাটক, গল্প, কিশোর উপন্যাসও। আনজীর লিটন লেখালেখির স্বীকৃতি স্বরূপ অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, কুসুমের সেরা সাহিত্য পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার-সম্মাননায় ভূষিত হয়েছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর