thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

‘ট্যাক্স বন্ধ করেন, আমি উন্নয়ন করে দেব’

২০১৪ জানুয়ারি ২৬ ০২:২৬:০১
‘ট্যাক্স বন্ধ করেন, আমি উন্নয়ন করে দেব’

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘আপনারা সিটি কর্পোরেশনের ট্যাক্স দেওয়া বন্ধ করে দেন। আমি উন্নয়ন করে দেব।’

‘আমার কোনো লাঠিয়াল প্রয়োজন হয় না’ উল্লেখ করে তিনি বলেন, ‘ছাত্র রাজনীতি করার সময় জিয়াউর রহমানের গাড়ি থেকে পতাকা নামিয়েছি। এরশাদকে বাধা দিয়েছি। খালেদা জিয়াকে লংমার্চে বাধা দিয়েছি।’

জেলার সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় তাকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘জামায়াতে ইসলামীরা পশু। ওদের সঙ্গে কোনো আঁতাত নেই। আলোচনা নেই।’

‘বিএনপিতে দুই-একজন ভালো লোক রয়েছেন’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তাদের কাছে আমার জিজ্ঞাসা, মানুষ পুড়িয়ে কয়লা বানানো কোন ধরনের রাজনীতি? কোরআন শরিফ পোড়ানো কোন ধরনের রাজনীতি?’

শামীম ওসমান বলেন, আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন।

তিনি বলেন, ‘দুই ধরনের নেতা আছে। এক ধরনের নেতা আছে শুধু খায়। আরেক ধরনের নেতা আছে যারা দেয়। আমি দেওয়ার পক্ষে।’

শীতলক্ষ্যা নদীর তীর (বিচ) উন্নয়ন, ডিএনডি ক্যানেল উন্নয়ন, আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ, স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে এ নেতা আরও বলেন, ঢাকা ও আশপাশের লোক সিদ্ধিরগঞ্জে আসবে ঘুরতে, বিনোদন করতে।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুর হোসেন, বাবুল আক্তার মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, তাজিম বাবু, যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, আলহাজ মজিবুর রহমান প্রধান, আমিনুল হক রাজু, কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলা ও মহসিন ভূঁইয়া প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এমএইচও/এমএআর/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর