thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

‘ছাড় দিয়েও বিএনপি-জামায়াতকে সংলাপে আনা যাচ্ছে না’

২০১৩ নভেম্বর ০২ ১৮:২৩:০০
‘ছাড় দিয়েও বিএনপি-জামায়াতকে সংলাপে আনা যাচ্ছে না’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টায় লিপ্ত হয়েছে বিএনপি-জামায়াত। ছাড় দিয়েও তাদের সংলাপে আনা যাচ্ছে না।

ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে শনিবার বেলা ১১টায় এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ৩ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষে মতিঝিল থানা আওয়ামী লীগ এই কর্মিসভার আয়োজন করে।

রাশেদ খান মেনন বলেন, দেশের মানুষকে বিএনপি- জামায়াতের এই প্রতিবিপ্লবী চক্রান্ত রোধ করে জাতীয় নির্বাচন সফল করতে হবে।

তিনি বলেন, জনগণ যাতে নির্বিঘেœ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এ জন্য নির্বাচনের কেন্দ্র কমিটিগুলোকে প্রতিরোধ কমিটিতে রূপান্তরিত করতে হবে।

মেনন বলেন, মনে রাখতে হবে এবারের নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়, এর সঙ্গে বাংলাদেশের অস্তিত্বের মূল প্রশ্ন জড়িয়ে গেছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের পথে থাকতে পারবে কিনা এবারের নির্বাচনে তা আরেকবার নির্ধারিত হবে।

কর্মিসভায় সভাপতিত্ব করেন মতিঝিল থানা আওয়ামী লীগ সভাপতি গোলাম আশরাফ তালুকদার। বক্তব্য দেন মুকুল চৌধুরী, কামাল চৌধুরী, মীজানুর রহমান প্রমুখ।
(এসবি/এইচএসএম/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর