thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

কোনো প্রভুই ‘দৈত্য’ সরকার টিকাতে পারবে না : রিজভী

২০১৩ নভেম্বর ০২ ১৯:২৩:২৮
কোনো প্রভুই ‘দৈত্য’ সরকার টিকাতে পারবে না : রিজভী

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : জনগণ জেগে উঠেছে উল্লেখ করে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘সরকার পতনের মধ্য দিয়ে দাবি আদায় করা হবে। এছাড়া কোনো প্রভুর আশীর্বাদই এ দৈত্য সরকার টিকাতে পারবে না।’

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

ক্ষমতাসীনদের উদ্দেশে রিজভী বলেন, ‘এ সরকারের হাতে গণতন্ত্র কখনোই সুরক্ষিত নয়। মুখে গণতন্ত্রের কথা বলে একদলীয় বাকশালের দিকে যাত্রা করেছে সরকার।’

মত প্রকাশের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র সুসংহত হয় না উল্লেখ করে তিনি বলেন, ‘বহুদল ও মত প্রকাশের স্বাধীনতাকে দমন করে গণতন্ত্রের যে মূলধারা তা গলা টিপে হত্যা করছে সরকার।’

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যা ছিল তা বাস্তবায়ন না করে নিজেদের ইচ্ছায় সব কিছু করছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘সরকার অন্যায়ভাবে হামলা চালিয়ে মানুষ মেরে সারাদেশকে কসাইখানায় পরিণত করেছে। রাত হলেই মোটরসাইকেল বহর নিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এনডিএস/ এমডি/নভেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর