thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন স্পিকার

২০১৪ জানুয়ারি ২৯ ১১:৪২:০১
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন স্পিকার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রংপুর-৬ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদে নিজ কার্যালয়ে বুধবার সকালে এই শপথ অনুষ্ঠান পরিচালিত হয়।

সংবিধান অনুযায়ী, স্পিকার নিজেই নিজের শপথ পাঠ করেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আশরাফুল মকবুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এছাড়াও ডেপুটি স্পিকার শওকত আলী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, চিফ হুইপ আ স ম ফিরোজসহ অনান্য হুইপরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া রংপুর-৬ আসনে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মঙ্গলবার শিরীন শারমিনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এটাই তার প্রথম সরাসরি নির্বাচন। নবম সংসদে তিনি আওয়ামী লীগের কোটায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী পরে স্পিকার নির্বাচিত করা হয় তাকে। দশম জাতীয় সংসদের জন্যও তাকে পুনঃবার স্পিকার পদে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ সংসদীয় দল। আজ সন্ধ্যায় এ পদে আনুষ্ঠানিক নির্বাচনের মাধ্যমে নতুনভাবে কার্যভার গ্রহণ করবেন শিরীন শারমিন চৌধুরী। আর এ কারনেই সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ তার জন্য জরুরি হয়ে পড়েছিলো।

(দ্য রিপোর্ট/আরএইচ/ এমডি/ জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর