thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

রান্নাঘরেই ১২ বছর

২০১৬ জানুয়ারি ১৭ ১৫:৪৪:২৮
রান্নাঘরেই ১২ বছর

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশে একজন নারীর গড় আয়ুর ৭২ বছরের মধ্যে ১২ বছরই কাটে রান্নাঘরে। এমনটি জানিয়েছে অ্যাকশন এইড নামক একটি এনজিও প্রতিষ্ঠান। ৩১৬ নারীর ওপর জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ১৮১ জনই গাইবান্ধার।

রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে রবিবার এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ‘স্ট্রেনদেনিং উইমেনস কলেকটিভস বাংলাদেশ, নেপাল ও ভারত’ শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালা উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অ্যাকশন এইড জানিয়েছে, বাংলাদেশের গ্রামাঞ্চলে একজন নারী প্রতিদিন ২৪ ঘণ্টার মধ্যে চার ঘণ্টা রান্নাঘরের মধ্য কাটান। এ হিসাবে গড়ে একজন নারী তার ৭২ বছরের মধ্যে ১২ বছরই রান্নাঘরের মধ্যে কাটিয়ে দেন। আর রান্নাঘরের পরিবেশ বেশ অস্বাস্থ্যকর।

প্রতিষ্ঠানটি বলছে, ‘নারীরা প্রতিদিন সাত ঘণ্টা অমূল্যায়িত সেবামূলক কাজ (আনপেইড কেয়ার ওয়ার্ক) করেন। পুরুষরা দিনে এ ধরনের কাজ করেন মাত্র এক ঘণ্টা। আগে যা এর থেকেও কম ছিল। এ হিসাবে গৃহকাজে পুরুষদের অংশগ্রহণ বাড়ছে।

অ্যাকশন এইডের পক্ষে তথ্যটি প্রকাশ করেন গবেষণা সমন্বয়ক সাদানান্দা মিত্র। যিনি এক সময় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডেপুটি ডিরেক্টর ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটি শুরু হয় ২০১৩ সালে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রকল্পটি শেষ হবে। প্রকল্পের সঙ্গে ১৭৮টি নারী দলের নয় হাজার ২৮৮ জন সম্পৃক্ত রয়েছেন।

অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারা কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব কানিজ ফাতেমা, ইউএন ওম্যান প্রোগ্রামের সমন্বয়ক তপতি সাহা।

প্রধান অতিথির বক্তব্যে ফজিলাতুন নেসা বাপ্পি বলেন, নারীরা ১২ বছর রান্নাঘরে কাটিয়ে দিক আমরা তা চাই না। আমরা চাই নারীরা অর্থনৈতিক কাজে সম্পৃক্ত হোক।

তিনি বলেন, জাতীয় সংসদে আমি অর্থমন্ত্রীর কাছে দাবি জানিয়েছি, নারীদের অমূল্যায়িত কাজকে দেশের মোট দেশজ আয়ে (জিডিপি) অন্তর্ভুক্ত করা হোক।

(দ্য রিপোর্ট/এসএস/এমএআর/সা/জানুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর